বুধবার, ২৭ মে, ২০২০

উস্ওয়া এক্সপ্রেস ম্যাগাজিন

উস্ওয়া এক্সপ্রেস ম্যাগাজিন

Uswa Express

 আমরা উস্ওয়া(Howrah Haturia United Social Welfare Association)-র মাধ্যমে মানবজাতির মধ্যে সামাজিক উন্নয়ন, সাম্য, সৌভাতৃত্ব এবং সামাজিক ঐক্যের জন্য আমাদের কণ্ঠস্বর উত্থাপন করার অবিরাম চেষ্টা করছি।  আমাদের লক্ষ্যগুলিকে মাথায় রেখে এবং এর ধারণাগুলি ছড়িয়ে দিতে আমাদের আরেকটি বিশেষ উদ্যোগ হল “উসওয়া এক্সপ্রেস”। 

"উস্ওয়া এক্সপ্রেস" একটি বাংলা সাপ্তাহিক একক পৃষ্ঠার ডিজিটাল ম্যাগাজিন যা স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদ পরিবেশন করে। সমষ্টিগত, সামাজিক, পরিবেশগত সমস্যাগুলিকে তুলে ধরে এবং বিভিন্ন ফিয়েচার, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে সাহিত্য সেবায় নিয়োজিত থাকে। এতে মাসের শেষ সপ্তাহে সংযোজিত থাকে অতিরিক্ত মাসান্তিকের পাতা। এছাড়াও এটি  বিশেষ দিনে বিশেষ ক্রোড়পত্রের সাথে প্রকাশিত হয়। আমাদের ওয়েবসাইটে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজে এটি নিয়মিত পাওয়া যায়।

উসওয়া

 ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বা উসওয়া নামের মধ্যেই আমাদের এই প্লাটফর্মে আসার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সহজেই একটা সাধারণ ধারণা করে নেওয়া যায় ।
 প্রথমেই আসি UNITED শব্দটার কথায় ।  ইউনাইটেড কথার অর্থ হলো সম্মিলিত, ঐক্যবদ্ধ । বর্তমানে আমরা  আধুনিক পরিবেশের এই প্লাটফর্মে এসে পৌঁছাতে পেরেছি কোন একজন মানুষের একক প্রচেষ্টায় নয় । বরং এর পেছনে আছে কোটি কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা । সেই আদম আলাইহিস সাল্লামের সময়ে পৃথিবীর বুকে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য সাধারণ চাষবাসের সময় থেকে আজকের অত্যাধুনিক সভ্যতার আয়েস-আরাম ও নানান সুবিধার জন্য কঠিন কঠিন কম্পিউটার পরিচালিত যন্ত্র ! এই পরিবর্তন ও উন্নতির পেছনে কোটি কোটি মানুষের অবদান আছে । মানবজাতির একে অন্যের সহায়তা ও সহযোগী হয়ে এগিয়ে এসেছে এতটা পথ । এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরি । সমাজ মঙ্গলের বা ভালো চিন্তাভাবনা একা একা যতটা না এগিয়ে নিয়ে যাওয়া যায় তার থেকে অনেক সহজেই কিছু মানুষ একসঙ্গে বসে সে সব চিন্তা ভাবনা করে নিতে পারেন । শুধু তাই নয় সেই সব চিন্তা ভাবনাকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করার জন্যও চাই বহু মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস । SOCIAL অর্থাৎ সামাজিক । সমাজ হলো এমন এক ব্যবস্থা যেখানে মানুষের মঙ্গলের জন্য লিখিত বা অলিখিত একটা সাধারণ নিময়-নীতি, আচার-আচরণ যা সৃষ্টি হয় বহু দিন ধরে বহু মানুষের অবদানে । মানুষ সামাজিক জীব তাই সমাজে পারস্পরিক সামাজিক আদান-প্রদান অত্যন্ত জরুরি । এই আদান-প্রদান পারস্পরিক ভালোবাসা ও একাত্মতাবোধের জন্ম দেয় । পারস্পরিক সহযোগিতায় মানুষের বসবাসের উত্তম পরিবেশ রচনা করে থাকে আমাদের সমাজ । সামাজিক ভাবে মানুষের বসবাসের জন্য চাই পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, সহমর্মিতা ও মমত্ববোধ । কিন্তু  নানান কার্য-কারন থেকে লোভ ঘৃণা ঈর্ষার উৎপত্তি হতে পারে । তাই পারস্পরিক যত্নশীল সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখতে সমাজের ভেতর থেকেই প্রেরণার প্রয়োজন হয় । আমরা উসওয়া র পক্ষ থেকে সেই সামাজিক প্রেরণাদায়ক কাজটা ধরে রাখতে চাই । নেতিবাচক আবেগকে সরিয়ে রেখে উসওয়া তার সঙ্গের সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৃহত্তর পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক পরিচয় ও আত্মমর্যাদাবোধ সৃষ্টি করতে চায় যাতে সকল মানুষের মধ্যে সামাজিক স্বীকৃতি ও গুরুত্ব বোধের সৃষ্টি হবে । এই সংগঠন সরকার ও ব্যবসা নিরপেক্ষ থেকে নাগরিক স্বার্থে আগ্রহী । সামাজিক ভাবে মানব উন্নয়ন ও সর্বসাধারণের মঙ্গলই উসওয়ার একমাত্র উদ্দেশ্য । WELFARE হল কল্যাণ । সমাজের বস্তুগত এবং মানসিক কল্যাণ । সামাজিক মানুষের মাঝে, সমাজের প্রত্যেকটি মানুষের মাঝে সচেতনতা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে প্রত্যেকটি মানুষ মধ্যে আত্মসম্মান নির্মাণের জন্য তাদের সম্পদ মেধা সামর্থ্য সম্ভাবনা স্বাস্থ্য কর্মদক্ষতার সর্বাঙ্গীন উন্নতি সাধনের মাধ্যমে সার্বজনীন কল্যাণে ব্রতী হওয়াই উসওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য । এবং সমাজ সদস্য প্রত্যেকটি মানুষের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাগুলোকে তাদের নিজেদের মধ্যে উপলব্ধি ঘটানো যাতে সর্বাঙ্গীন মঙ্গলময় একটি সমাজগঠন সম্ভব হবে । ASSOCIATION অর্থাৎ গোষ্ঠী বা সংগঠন । সমাজের বেশ কিছু মানুষের একটি দল যারা স্বেচ্ছাসেবক হিসেবে সমাজ উন্নয়নে অংশগ্রহণে এগিয়ে এসেছে । এতে তাদের ব্যক্তিগত আর্থিক বা সামাজিক লাভ নেই বরং তারা নিজেদের সময় সুযোগ সামর্থ্য বা যোগ্যতা অনুসারে স্বার্থহীন স্বেচ্ছাশ্রমে আগ্রহী ।
ইউনাইটেড সোশাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন বা উসওয়া-র অন্য আর একটি তাৎপর্যও আছে । উসওয়া হল আদর্শ । সমাজের সার্বিক মঙ্গলের জন্য এমন একটি আদর্শ লালন করে চলা যেমনটি বলা হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশেষিত করে, 'উসওয়াতুন হাসানাহ', মানবতার জন্য উত্তম আদর্শ স্বরূপ । তাই সমাজের বুকে মানবতার উত্তম আদর্শ তুলে ধরার জন্যই আমাদের এই উসওয়া ।

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা