সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

করবেট ব্যাঘ্র প্রকল্পের দৈন্যদশা প্রকাশ্যে এল আলমোরায় বাঘের মৃত্যুতে

 করবেট ব্যাঘ্র প্রকল্পের দৈন্যদশা প্রকাশ্যে এল আলমোরায় বাঘের মৃত্যুতে

করবেট জাতীয় উদ্যান

জিম করবেট জাতীয় উদ্যান থেকে জনবসতি পূর্ণ এলাকায় বেরিয়ে আসা একটি বছর দশেকের বাঘের মৃত্যুতে প্রকাশ্যে এল সংস্থার আপৎকালীন ব্যবস্থা গ্রহনের অপারগতার বিষয়টি। উল্লেখ্য, গত ১৪ই নভেম্বর উত্তরাখণ্ডের আলমোরায় একটি বাঘ করবেট জাতীয় উদ্যান থেকে বেরিয়ে জনবসতি পূর্ণ এলাকায় ঢুকে পড়লে বনকর্মী ও জনসাধারণ সেটিকে তাড়া করে। এই সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালনা করা হয়। পরে রক্তস্নাত অবস্থায় সেটির মৃত্যু হয়। এই ঘটনায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। প্রশ্ন উঠেছে, ঘুমপাড়ানি গুলির ব্যবহার কেন করা হয় নি? পর্যাপ্ত ঘুমপাড়ানি বন্দুকের কেন ব্যবস্থা হয়নি? উপযুক্ত পশুচিকিৎসক কেন উপস্থিত ছিলো না? মিনিটের মধ্যে সাড়া দিতে সক্ষম এমন দ্রুত কার্যকর দল গঠন, হেলিকপ্টার, দ্রোণ-এর ব্যবস্থা করা কি উচিত নয়? রাজ্যগুলির থেকে ৪৭,০০০ কোটি টাকা তোলা হয়েছে 'ক্ষতিপূরণমূলক বনায়ন তহবিল ব্যবস্থাপনা এবং পরিকল্পনা কর্তৃপক্ষ'(  CAMPA)-র তহবিলে। সেটির সঠিক ব্যবহার না করে 'সেগুলোকে স্থায়ী আমানতে পরিণত করা হয়েছে এবং সেগুলো থেকে শুধু সুদ নেওয়া হচ্ছে', মন্তব্য করেছেন নবাব সাফাত আলি খান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা