সোমবার, ২২ আগস্ট, ২০২২

গনধর্ষণ ও গনহত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামি বিনা শর্তে মুক্তি পেলো গুজরাটে

 গনধর্ষণ ও গনহত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামি বিনা শর্তে মুক্তি পেলো গুজরাটে-

11 convicts sentenced to life in gang-rape and genocide released unconditionally in Gujarat-

বিভিন্ন প্রান্তে দেশের বিশিষ্ট প্রতিবাদী মানুষেরা যখন বিনা কারনে জেলে পচছে তখন মানুষের ইতিহাসের এই জঘন্য অপরাধীদের মুক্তি বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। সামাজিক মাধ্যম ও যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। প্রায় ৬০০০ সাধারণ নাগরিক, ভিত্তি স্তরের কর্মী, নারী মানবাধিকার কর্মী, শান্তি, ধর্মনিরপেক্ষতা, জাতপাতবিরোধী, অন্যান্য অক্ষমতা,  কুয়ার রাইটস এবং অন্যান্য জনগণের আন্দোলন গোষ্ঠীর বিভিন্ন স্তরের মানুষ এবং কর্মী, বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ, পণ্ডিত, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক এবং প্রাক্তন আমলা এবং আরও অনেকে গণধর্ষণ ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জন আসামির মুক্তিতে তাদের বিষ্ময় ও আতঙ্ক প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে- গণধর্ষণ ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনের সাজা মকুব করার বিষয়টি দেশের প্রত্যেকটি ধর্ষণের শিকার নারীদের উপর একটি ভয়াবহ প্রভাব ফেলবে, যাদের বারবার বলা হয় 'ব্যবস্থার প্রতি আস্থা রাখতে', 'বিচার চাইতে' এবং 'বিশ্বাস রাখতে'। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে-"স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যেদিন সকালে দেশের প্রধানমন্ত্রী নারীর অধিকার, মর্যাদা ও নারীর শক্তি নিয়ে কথা বলেন। ঠিক সেদিনই বিকেলে বিল্কিস বানো, যিনি ন্যায়বিচারের জন্য দীর্ঘ ও কঠিন সংগ্রামে 'নারী শক্তি'র অনন্য নজির সৃষ্টি করেছেন, তিনি জানতে পেরেছিলেন যে, যারা তার পরিবারকে হত্যা করেছিল, তার ৩ বছরের মেয়েটিকে হত্যা করেছিল, তাকে ধর্ষণ করে তাকে মৃত ভেবে ছেড়ে দিয়েছিল, তারা মুক্তি পেয়ে গেছে।"








২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা