মাসান্তিক নভেম্বর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাসান্তিক নভেম্বর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

পশুত্ব পুড়ছে কই?

 কবিতা

পশুত্ব পুড়ছে কই?

 সেখ কামারুল ইসলাম


আমাজন কেন সারা পৃথিবীটাই 

থেকে থেকে জ্বলে উঠছে।

সে আগুনে পশুত্ব পুড়ছে কই, 

অবলা জীবেরাই জ্বলছে।


কোন সংশয় নেই

বন-জঙ্গলে সিংহ একাই মহারাজ

প্রজার রাজত্বে

জন-জঙ্গলে সবাই চায় শিরতাজ।

থাকে ক্ষমতা কার হাতে

ছুটছে সবে আগে-পিছে

যার হাতে ক্ষমতা এসে লুটে

সেই রাজা আর কিছু আজ্ঞাবহ মোসাহেব

বাকি সব পাতি প্রজা, কার-পর-দাজ।


প্রভূত্ব, ক্ষমতা, ভোট

স্বার্থ-গদীর লড়াই;

জন-জঙ্গল সে লড়াইয়ে অহরহ পুড়ছে তাই

ঘর-বাড়ি-দোকান-মসজিদ-মন্দির-কারখানা

খেত-খামার বিষয়-আশয়

সংসার-মন-ধন সব একাকার।

কে থাকবে অধিরাজ

তারই চলছে নিত্য কাওয়াজ।


নিভবে হিংসার আগুন?

শান্তির বরষন হবে কবে

আকাশ বাতাস সমুদ্র ঘুরে

কবি তাই খুঁজে ফেরে



আগুন তবুও যদি

দেখা দেয় জঙ্গলে

পশুর জীবন নয়

পশুত্ব পোড়া চাই, 

সর্ব জন-মঙ্গলে

তাই চায় কবি সকলে।

 আপনার সন্তান  কি সর্বদা ফোন নিয়ে খেলছে?

    সহজে ফোনের নেশা ছাড়ানোর উপায়- 

জানিয়েছেন উম্মে কুলসুম


আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, রোগ ব্যাধি দূরে রাখার জন্য যেমন ব্যায়াম, খেলাধূলা ভীষণ জরুরী, তেমনি অলসআমাদের শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে| সারাদিন ফোনের নেশায় বুদ হয়ে বসে থাকলে একাধিক সমস্যা তৈরি হতে পারে, তাই মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানের screen time  বেঁধে দেওয়া, একটি নির্দিষ্ট সময়ের পর আর ফোন দেখতে না দেওয়া।

   বাড়ির খুদেকে কোন কোন উপায় ফোন থেকে দূরে রাখবেন:

   ১. খেলার জায়গা বানিয়ে দিন যেখানে তার কল্পনা শক্তিকে বাস্তবে ফুটিয়ে তুলতে পারবে, নিজের মতো ভাবতে পারবে।

   ২. কোনো ভালো কাজ করলে, হাতের কাজ করলে,ছবি আঁকলে তাকে উৎসাহ দিন, পারলে তাকে পুরস্কার দিতে পারেন, তাতে সে উৎসাহ পাবে।

   ৩. আপনার সন্তানের কাছে আপনি আদর্শ হয়ে উঠুন, শিশুরা কিন্তু বড়দের নকল করে।তারা চোখের সামনে্ যা দেখে সেটাই করতে চায়,তাই আপনি যদি নিজে ফোন ঘাটা কমাতে পারেন, তাহলে সেটা দেখে কিন্তু আপনার সন্তান শিখবে।

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা