বৃক্ষ হসপিটাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃক্ষ হসপিটাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

হুগলিতে বৃক্ষ হাসপাতালের উদ্যোগ

 হুগলিতে বৃক্ষ হাসপাতালের উদ্যোগ

Tree Hospital initiative in Hooghly


Tree Hospital initiative in Hooghly reported by Mafuja Khatun


মাফুজা খাতুন, সাঁতরাগাছি; বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু দেখিয়েছেন যে গাছপালাও অন্যান্য জীবনের মতো। তাই তাদেরও সেবা শুশ্রূষা দরকার। অনেকেই গাছ ভালবেসে লাগান, কিন্তু কি ভাবে তার যত্ন নিতে হয় তা বেশিরভাগই জানেন না। গাছেরও শিশুদের মতো চিকিৎসা করা দরকার হয়। তাদের পুষ্টি, শরীর স্বাস্থ্য র দিকে খেয়াল রাখতে হয়। যারা বাড়ি, বাসস্থানে গাছ লাগান তারা গাছের স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যায় পড়েন। গাছের পাতার রোগ, ছত্রাক রোগ, কাণ্ড বা শাখার বিভিন্ন ধরনের রোগ দেখা যায়।বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রোগের সময়মতো প্রতিকার না করে গাছ তুলে ফেলে দেওয়া হয় অথবা গাছটি মারা যায়। কিন্তু মানবদেহের মতো গাছের রোগগুলি পেশাদার আর্বোরিস্টদের বা গাছের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাময় করা যায়। তবে গাছের চিকিৎসা পরিষেবা সহজে পেতে সমস্যা দেখা যায়। সেই সমস্যা মেটাতে একটি অনন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় বিজয় কৃষ্ণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা একটি ‘বৃক্ষ হাসপাতাল’ চালু করেছেন। এখানে বেশ কিছু আর্বোরিস্ট থাকবে, পরামর্শমূলক পরিষেবাও দেবে, যাতে গাছ বা গাছের মালিকরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে নিরাময় পরিষেবা সরবরাহ করবেন।

এতে বিশেষ করে নার্সারি মালিকেরা উপকৃত হবেন। এই উদ্যোগ গাছ মালিকদের সচেতনতা সৃষ্টিতে যথেষ্ট সাহায্য করবে। স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ এবং সরকারের তরফে সহযোগিতা পেলে এ রকম আরো উদ্যোগ দেখা যেতে পারে।

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা