সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র স্বাধীনতা দিবস পালন ও পুস্তক প্রকাশ অনুষ্ঠান

 স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র স্বাধীনতা দিবস পালন ও পুস্তক প্রকাশ অনুষ্ঠান




উ.নি.ডে; হাওড়া হাটুড়িয়া ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, উস্ওয়া-র পক্ষ থেকে উস্ওয়া ইনস্টিটিউট প্রাঙ্গণে আজ স্বাধীনতা দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি, স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা ইত্যাদির সঙ্গে আজ বিশিষ্ট জনের উপস্থিতিতে প্রকাশিত হলো বিশিষ্ট কবি সেখ মইদুল আলি ও সেখ কামারুল ইসলামের নতুন স্বাদের  যৌথ কাব্যগ্রন্থ 'জোড়া বাণ্ডিল'।









 


স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ চিত্র- ঘুড়ির উড়ান

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ চিত্র- ঘুড়ির উড়ান

(Google's Special Image on Indian Independence Day - Kite Flying)





Editors

USWA EXPRESS 

জলে জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের

 জলে জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের-  

 রাজস্থানের সুরানা গ্রামে পিপাসায় কাতর এক দলিত ছাত্র স্কুলের জল পানের পাত্র স্পর্শ করলে   স্কুল শিক্ষক চালি সিং তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্বাধীনতার পঁচাত্তরের এই মাহেন্দ্রক্ষণে এ ঘটনায় হতবাক সুশীল সমাজ। দেশজুড়ে সমালোচনার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেইলটও।

রেড রোডে স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

 রেড রোডে স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতার রেড রোডের অনুষ্ঠানে কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীভাণ্ডার ইত্যাদির ট্যাবলো প্রদর্শিত হলো। এদিন স্তোত্র পাঠ করলেন মমতা ব্যানার্জি।


জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের

 জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের- 

 রাজস্থানের সুরানা গ্রামে পিপাসায় কাতর এক দলিত ছাত্র স্কুলের জল পানের পাত্র স্পর্শ করলে   স্কুল শিক্ষক চালি সিং তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্বাধীনতার পঁচাত্তরের এই মাহেন্দ্রক্ষণে এ ঘটনায় হতবাক সুশীল সমাজ। দেশজুড়ে সমালোচনার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেইলটও।

নিম্নচাপে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা-

 নিম্নচাপে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা-

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় কলকাতাসহ আশেপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।


স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী

 আগামী পঁচিশ বছরের মধ্যে ভারতকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের তকমায় উত্তরিত দেখতে চান দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ।

সম্পাদকীয় ১৫ই আগষ্ট ২০২২

 সম্পাদকীয়

স্বাধীনতার পঁচাত্তর বছরে দাসত্বের লক্ষণগুলো আমাদের আরেকবার পর্যবেক্ষণ করা দরকার।  ভারতের স্বাধীনতার স্বপ্ন, প্রতিশ্রুতি ও সংকল্পের উত্তরাধিকার বয়ে চলা প্রজন্মকে অতি দ্রুত সাকারাত্মক হয়ে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত অসংখ্য দেশপ্রেমিদের স্বপ্নকে দেশের আপামর মানুষের কাছে বাস্তব সত্য করে তুলতে হবে নাহলে শুধুমাত্র কাগুজে ক্ষমতা হস্তান্তর দেশের মানুষের জন্য কোন মঙ্গল বয়ে আনবে না।



২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা