সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মুক্তি পেলেন না সাইবাবা

 মুক্তি পেলেন না সাইবাবা



উ.নি.ডে; দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক জিএন সাইবাবা-সহ (GN Saibaba) আরও পাঁচজনের বিরুদ্ধে এনআইএ চার্জশিট দিয়েছিল। ২০১৪ সালে গ্রেফতারের পর ২০১৭ সালে নিম্ন আদালত তাঁদের যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়। তাঁদের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ না থাকায় সম্প্রতি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ তাঁদের নির্দোষ ঘোষণা করে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে যায় এনআইএ। সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দেয়। ফলে জেল থেকে এখনই মুক্তি মিলছে না অধ্যাপক সাইবাবাদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা