জলে জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের-
রাজস্থানের সুরানা গ্রামে পিপাসায় কাতর এক দলিত ছাত্র স্কুলের জল পানের পাত্র স্পর্শ করলে স্কুল শিক্ষক চালি সিং তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্বাধীনতার পঁচাত্তরের এই মাহেন্দ্রক্ষণে এ ঘটনায় হতবাক সুশীল সমাজ। দেশজুড়ে সমালোচনার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেইলটও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন