সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

 চীনা নারীরা স্থানীয় ও কেন্দ্রীয় উভয় স্তরেই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকে বাদ পড়েছেন



উ.নি.ডে; সাত দশকের অস্থিরতা ও নানা পরিবর্তনের মধ্যেও চীনের নেতৃত্বের যে বিষয়টি আজো অপরিবর্তিত রয়েছে সেটা হল সব পুরুষ নিয়ন্ত্রিত রাজনীতি। কমিউনিস্ট পার্টি ৭০ বছর ধরে চীনকে পরিচালনা করেছে, এবং সেই সময়ের মধ্যে কোন মহিলা কখনও চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হননি, দেশটির পরিচালনাকারী গ্রুপে বা পার্টির নেতৃত্বে মহিলাদের উপস্থিতি নগন্য। কোন মহিলা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হননি। 

গত ২৩শে অক্টোবর শি-র অধীনে, সিসিপি আরো একধাপ পিছিয়েছে, ক্ষমতার পরবর্তী স্তর থেকেও নারীদের বাদ দিয়েছে। বর্তমানে ২৪-সদস্যের পলিটব্যুরো থেকে নারীর নাম নিশ্চিহ্ন করা হয়েছে।  বেইজিং-এ ২০তম কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপ্তির পর যেদিন শি আনুষ্ঠানিকভাবে তার শাসনের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছিলেন সেই দিনই নতুন সমস্ত পুরুষ লাইন আপ প্রকাশিত হয়েছিল।

চীনের পিতৃতান্ত্রিক রাজনৈতিক কাঠামো নারীদের ঊর্ধ্বমুখী গতিশীলতাকে সীমিত করে দিয়েছে। চিনের নেতৃত্বে, শাসনতন্ত্রে মহিলা না থাকায় অথবা নগন্য থাকায় মহিলাদের প্রতিনিধিত্ব না থাকায় চিনে মহিলাদের সমস্যা উপেক্ষিত রয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা