সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

Editorial on 31.10.2022

 সম্পাদকীয়

Editorial on 31.10.2022


যে পৃথিবীতে তৃষ্ণার্ত শিশু ইসমাইলের পায়ের আঘাতে সুপেয় জলের প্রবাহ বহে সেই পৃথিবীতেই কয়েক হাজার বছরে অবস্থা এতটাই সঙ্গীন হয়ে উঠেছে যে, এ যুগের বিজ্ঞানীরা কঠিন জল সংকটের মোকাবেলা করার জন্য জনগন ও বিশ্বনেতাদের ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন। এমনকি আগামী কুড়ি-তিরিশ বছরে আমাদের দেশ ভারতে পানযোগ্য জল শূণ্য হয়ে যেতে পারে সে সর্তকবাণীও দিয়ে রেখেছেন। আগামীদিনের জলসংকটের এই সর্তকবার্তায় না কর্ণপাত করছেন এদেশের নেতারা, না করছেন এদেশের সর্বেসর্বা জনগন। স্বার্থান্বেষী দেশনায়কেরা যেমন নিজেদের আখের-গদী গোছাতে ব্যস্ত তেমনি জনগনও আগামী ভয়াবহ দিন সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থেকে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। ভয় হয় আগামী প্রজন্মকে আমরা যেন জল-শূণ্য, অ-বসবাসযোগ্য একটা জরাজীর্ণ গ্রহ না গছিয়ে দিয়ে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা