সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

অপরিনত বাচ্চা যত ছোটই হোক না কেন ইনকিউবিটরে নয় বাবা-মায়ের বুকে দিতে হবে- হু

 অপরিনত বাচ্চা যত ছোটই হোক না কেন ইনকিউবিটরে নয় বাবা-মায়ের বুকে দিতে হবে- হু

অপরিনত শিশুর জন্ম


দিনের দিন বিশ্বজুড়ে অপরিনত বাচ্চার জন্ম বেড়েই চলেছে। এইধরনের বাচ্চারা নবজাত অবস্থায় এমনকি শৈশবে সাধারনত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার পূর্বেকার সুপারিশকৃত নির্দেশনা থেকে সরে এসে গত ১৫ই নভেম্বর নতুন একটি নির্দেশিকা জারি করেছে।  

 ৩৭ সপ্তাহের আগে জন্মানো শিশুদের জন্য পূর্ব নির্দেশাবলীতে তাদের প্রাথমিক পরিচর্যাদাতার থেকে একটি সংক্ষিপ্ত বিচ্ছেদের জন্য বলা হয়।  শিশুকে প্রথমে একটি ইনকিউবেটরে প্রায় তিন-চার দিন ধরে স্থির রাখার কথা বলা হয়েছিল। সময়ের আগেই জন্ম বর্তমানে  জনস্বাস্থ্য ক্ষেত্রে একটি উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে সারা বিশ্বে বছরে প্রায় ১০ শতাংশ অপরিনত বাচ্চা জন্ম গ্রহণ করছে।

"একজন পিতামাতার সাথে প্রথম আলিঙ্গন শুধুমাত্র আবেগের দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং তবে ছোট এবং সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা এবং স্বাস্থ্যের ফলাফলের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ," বলেছেন হূ-র নবজাতক স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল অফিসার ডাঃ কারেন এডমন্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা