সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

২রা ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

 ২রা ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

 করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর ১৯৮৮ থেকে শুরু হওয়া বাংলাদেশের ৩৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব ফের শুরু হতে চলেছে মহাসমারোহে। আগামী শুক্রবার ও শনিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।  শুক্রবার সকাল দশটায় জাতীয় সঙ্গীতের সঙ্গে উদ্বোধন করা হবে এই অনুষ্ঠানের। তারপর বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রদান করা হবে গুণীজন সম্মাননা। এ বছরের এই সম্মাননা পাচ্ছেন বেতার কেন্দ্রের দুই শিল্পী আশরাফুল আলম ও রফিকুল আলম। দুই দিনের এই অনুষ্ঠানে পরিবেশিত হবে সারা দেশের প্রায় দুই শতাধিক শিল্পীর একক ও দলীয় সঙ্গীতানুষ্ঠান ও আবৃত্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা