সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

 কবিতা

সুপারি গাছ

সেখ মইদুল আলি

মাটি থেকে সোজা উঁকি
আসমানের জানালায়,
সরু হলেও শক্তিশালী
হতে হয় আমায়।

আমার পাতাগুলি নেড়ে
তোমার বন্দনা করি,
আকাশের কোণে কোণে
তোমার খোঁজে ঘুরি। 

হৃদয় ভরা ব্যথা বেদনা
বলবো পেলে প্রভুরে,
তোমার মানুষ আমায়
কষ্ট দেয় কেমন করে?

ঝড় বৃষ্টিতে অতি যত্নে
রাখি সুপারি গুলি,
আমার বুকে উঠে ধরিয়ে
দেয় বিরহের থলি।

 রাতের তারা মিট মিট
করে বলে বন্ধু,
 সহ্যের ফল মিঠা হতে
 সরে না একবিন্দু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা