সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার নিয়ে ফুঁকো আওয়াজই সার কাজ কিছু হয়নি

 পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার নিয়ে ফুঁকো আওয়াজই সার কাজ কিছু হয়নি


উন্নয়নশীল দেশগুলোতে নীতিনির্ধারকরা দ্রুত নিঃশেষ হতে যাওয়া জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের লক্ষ্যমাত্রা বাড়িয়ে চললেও কার্যত বাস্তবায়ন বিশেষ কিছু হচ্ছে না, জানাচ্ছে সাম্প্রতিক কালের একটি ক্লাইমেটোস্কোপ সার্ভে। পৃথিবীর উন্নয়নশীল দশটার ন'টা দেশই উপর উপর প্রতিশ্রুতি দিলেও  আদপে সেই প্রতিশ্রুতির কোন অনুসরণ করা হয় না। প্রতি বছরই জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় জাতীয় অবদানের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের লিস্টে উন্নয়নশীল দেশের নাম বাড়ছে। বর্তমানে পৃথিবীর ৯২% দেশই জাতীয় ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে তাদের উচ্চাকাঙ্ক্ষা অন্তর্ভুক্ত করেছে। প্রতিবেদনে লক্ষনীয়ভাবে দেখানো হয়েছে, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য এবং স্বল্পমেয়াদী বাস্তবায়ন কৌশলগুলির মধ্যে বৈষম্য ইঙ্গিত দেয় যে শুধুমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ নয়, দেশগুলোর নীতিনির্ধারকদের এখনও অনেক কাজ করার আছে। উন্নয়নশীল দেশগুলোকে এ ব্যাপারে তাই যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা