সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বাগনানের হাটুড়িয়া দক্ষিণ পাড়ায় নবী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

 বাগনানের হাটুড়িয়া দক্ষিণ পাড়ায় নবী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

Cultural programs on the occasion of Milad-un-Nabi at Bagnan Haturia Dakshinpara

Editor-In-Chief Sk Kamarul Islam Attended Cultural Program at Haturia Dakshinpara, Howrah


সেখ মইদুল আলি, বাগনান; গতকাল রবিবার বাগনানের হাটুড়িয়ায় দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বনবী দিবস উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নদান কর্মসূচি। স্থানীয় মসজিদের নতুন ভবনের উদ্বোধনও হলো এদিন। শনিবার হাটুড়িয়া ১নং পঞ্চায়েতের তরফে ডেঙ্গুসহ ভেক্টর বর্ণ ডিজিজ প্রতিরোধে এলাকায় পরিবেশ পরিছন্ন কর্মসূচি নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম, কোষাধ্যক্ষ আশিক বেগ, সাহিত্যিক সেখ কামারুল ইসলাম, মসজিদের ইমাম রেজাউল খান, বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মাওলানা আবু জাফর, বিশিষ্ট কবি সেখ মইদুল আলি, স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী মুসারফ গাজী প্রমূখ। সকাল দশটায় অনুষ্ঠানের সূচনা করেন প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম। সারাদিনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিশ্বনবী হজরত মুহাম্মদ(সঃ) জীবন-আদর্শ আলোচনা ও প্রার্থনার মাধ্যমে রাতে এদিনের অনুষ্ঠান শেষ হয়।

শেষ বিদায় কবি নাসিম এ আলম

 শেষ বিদায় কবি নাসিম এ আলম

Last Farewell Poet Nasim A Alam

Poet Nasim A Alam


সেখ মইদুল আলি, বাগনান; গত সোমবার রাত সাড়ে নয়টার সময় চিরতরে বিদায় নিলেন বাংলার সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র কবি ও প্রাবন্ধিক নাসিম এ আলম। তার মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার সাহিত্য জগত। দুই বাংলার নানান অগ্রনী পত্র পত্রিকায় তাঁর লেখা দীর্ঘদিন যাবৎ প্রকাশ পেয়ে এসেছে।

নব্বইয়ের সবচেয়ে অগ্রগণ্য কবিদের অন্যতম ছিলেন নাসিম এ আলম। আইরিশ কলোনীতে সন্ধ্যা, দ্রোহকাল, ময়ূর ক্লান্ত মানে বর্ষা শেষ হল, লিটল ম্যাগাজিন ও অন্যান্য কবিতা, ধুলোর নির্জনে লেখা ইত্যাদিসহ তার শেষ কাব্যগ্রন্থ বাসমতী ধানের অগ্রহায়ণ ও ঝুমকোলতা। তার প্রবন্ধ সংকলন ছিল ‘স্বাধীনতা পরবর্তী পশ্চিমবাংলার মুসলমান সমাজ ও সাহিত্য’৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিকেরা। কবি ও সম্পাদক সেখ কামারুল ইসলাম বলেন, "গত পয়লা অক্টোবর কবির সাহিত্য সাথী এ যুগের আরেক অগ্রণী কবি তৈমুর খান সূত্রে জানতে পারি মৃত্যু শয্যায় 'কবি নাসিম এ আলমের চোখে দিনান্তের শেষ সূর্য'। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তখনই। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হলো, নবীন কবিরা অনেকেই তাদের একজন অভিভাবক হারালো" । ক্যান্সারে ভুগছিলেন বেশ কিছুদিন। শেষ পর্যন্ত ২৪শে অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীরভূমের কীর্নাহারের নিমড়া গ্রামে তাঁকে দাফন করা হয়।

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর কলকাতা

 বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর কলকাতা

উ.নি.ডে; স্টেট অফ গ্লোবাল এয়ার-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, কলকাতা বর্তমানে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর। বিশ্ব নগর দূষন মানচিত্রে দেশের রাজধানী দিল্লির পরেই এর স্থান। বাতাসে PM2.5 এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণের উপর ভিত্তি করে এই প্রতিবেদনে বলা হয়েছে যে,  এই নেতিবাচক-মানের তালিকার শীর্ষে স্থান পাওয়া ভারতের এই দুই শহরের স্থান পাওয়ার প্রধান কারণ হল এই দুটি শহরের জনসংখ্যার অত্যধিক ভিড়। পরিবেশ বিশেষজ্ঞ এবং কর্মীরা অভিমত পোষণ করেন যে, জনসংখ্যা ছাড়াও কলকাতায় এই উচ্চ বায়ু দূষণের হারে অবদান রাখার জন্য অন্যান্য কারণ রয়েছে, যার মধ্যে সর্বাগ্রে হল অটোমোবাইল জ্বালানী নির্গমন, যা এর মোট দূষণে ৬০ শতাংশ অবদান রাখে। এছাড়াও অন্যান্য মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে যেমন  রাস্তার ধারে অসংখ্য খাবার বিক্রেতারা কয়লার বা কেরোসিন চুলায় খোলা অবস্থায় খাবার রান্না করে যাতে দূষণমাত্রা আরো বাড়ে, আবার শহরের যত্রতত্র নির্মাণসামগ্রী উঁচুতে স্তূপ করা হয় যার ফলে দূষিত জিনিস বাতাসে মিশে যায়। খোলা জায়গায় নির্বিচারে আবর্জনা পোড়ানোও আরেকটি বড় কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। 

কলকাতা শহরে বায়ূমণ্ডলের গূণমাণ বৃদ্ধির জন্য ইনডাকশন কুকার, ই-বাস,আবর্জনা পৃথকীকরণ ব্যবস্থার প্রবর্তন ইত্যাদির আশু প্রয়োজন এবং কলকাতা নগর নিগমকে এ ব্যাপারে যত্নবান হতে হবে।

 ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কট্টরপন্থী জর্জিয়া

মাফুজা খাতুন, কলকাতা; ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গত শনিবার সকালে শপথ নিলেন ৪৫ বছর বয়সী কট্টর ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি। গত মাসের নির্বাচনে জয়ী হয় তার নেতৃত্বাধীন কনজারভেটিভ জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইতালির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জার্জিয়া। ন্যাশনালিস্ট ব্রাদার্স অফ ইতালি-র নেত্রী নিজেকে ন্যাটো ও ইইউ পন্থী হিসেবে দাবি করে থাকেন। জোটের সব দলের সদস্যদের নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার একটি তালিকা তিনি প্রেসিডেন্টের হাতে তুলে দেন গত শুক্রবার। জোট পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হবে শ্রীঘ্রই।

 চীনা নারীরা স্থানীয় ও কেন্দ্রীয় উভয় স্তরেই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকে বাদ পড়েছেন



উ.নি.ডে; সাত দশকের অস্থিরতা ও নানা পরিবর্তনের মধ্যেও চীনের নেতৃত্বের যে বিষয়টি আজো অপরিবর্তিত রয়েছে সেটা হল সব পুরুষ নিয়ন্ত্রিত রাজনীতি। কমিউনিস্ট পার্টি ৭০ বছর ধরে চীনকে পরিচালনা করেছে, এবং সেই সময়ের মধ্যে কোন মহিলা কখনও চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হননি, দেশটির পরিচালনাকারী গ্রুপে বা পার্টির নেতৃত্বে মহিলাদের উপস্থিতি নগন্য। কোন মহিলা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হননি। 

গত ২৩শে অক্টোবর শি-র অধীনে, সিসিপি আরো একধাপ পিছিয়েছে, ক্ষমতার পরবর্তী স্তর থেকেও নারীদের বাদ দিয়েছে। বর্তমানে ২৪-সদস্যের পলিটব্যুরো থেকে নারীর নাম নিশ্চিহ্ন করা হয়েছে।  বেইজিং-এ ২০তম কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপ্তির পর যেদিন শি আনুষ্ঠানিকভাবে তার শাসনের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছিলেন সেই দিনই নতুন সমস্ত পুরুষ লাইন আপ প্রকাশিত হয়েছিল।

চীনের পিতৃতান্ত্রিক রাজনৈতিক কাঠামো নারীদের ঊর্ধ্বমুখী গতিশীলতাকে সীমিত করে দিয়েছে। চিনের নেতৃত্বে, শাসনতন্ত্রে মহিলা না থাকায় অথবা নগন্য থাকায় মহিলাদের প্রতিনিধিত্ব না থাকায় চিনে মহিলাদের সমস্যা উপেক্ষিত রয়ে গেছে।

 আসছে ঘূর্ণিঝড় সিত্রাং 



উ.নি.ডে; আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সোমবার ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে, মঙ্গলবার ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩ জেলার উপকূলে। আমফান ১০-১৫ মিনিটের জন্য ১২০ কিলোমিটার বেগে ছুটেছিল। কিন্তু যেটা এবার আসছে, সেটা ২০০ কিলোমিটার বেগে আসছে বলে অনুমান করা হয়েছে। আজ থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

দিওয়ালির সময় গুজরাটে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কোনও জরিমানা নেই - ঘোষনা সরকারের

 দিওয়ালির সময় গুজরাটে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কোনও জরিমানা নেই - ঘোষনা সরকারের

উ.নি.ডে; গুজরাট সরকার ঘোষণা করেছে যে দীপাবলি উৎসবকে সামনে রেখে ২৭শে অক্টোবর পর্যন্ত রাজ্যে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কোনও জরিমানা আদায় করা হবে না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন,"দীপাবলির আনন্দ যাতে নষ্ট না হয়," সে কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ২০২১ সালে, গুজরাটে ১৫২০০টি সড়ক ট্র্যাফিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে যার মধ্যে ৭৪৫৭ জন প্রাণ হারিয়েছে।

২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা