সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

 কবিতা

সুপারি গাছ

সেখ মইদুল আলি

মাটি থেকে সোজা উঁকি
আসমানের জানালায়,
সরু হলেও শক্তিশালী
হতে হয় আমায়।

আমার পাতাগুলি নেড়ে
তোমার বন্দনা করি,
আকাশের কোণে কোণে
তোমার খোঁজে ঘুরি। 

হৃদয় ভরা ব্যথা বেদনা
বলবো পেলে প্রভুরে,
তোমার মানুষ আমায়
কষ্ট দেয় কেমন করে?

ঝড় বৃষ্টিতে অতি যত্নে
রাখি সুপারি গুলি,
আমার বুকে উঠে ধরিয়ে
দেয় বিরহের থলি।

 রাতের তারা মিট মিট
করে বলে বন্ধু,
 সহ্যের ফল মিঠা হতে
 সরে না একবিন্দু।

পশুত্ব পুড়ছে কই?

 কবিতা

পশুত্ব পুড়ছে কই?

 সেখ কামারুল ইসলাম


আমাজন কেন সারা পৃথিবীটাই 

থেকে থেকে জ্বলে উঠছে।

সে আগুনে পশুত্ব পুড়ছে কই, 

অবলা জীবেরাই জ্বলছে।


কোন সংশয় নেই

বন-জঙ্গলে সিংহ একাই মহারাজ

প্রজার রাজত্বে

জন-জঙ্গলে সবাই চায় শিরতাজ।

থাকে ক্ষমতা কার হাতে

ছুটছে সবে আগে-পিছে

যার হাতে ক্ষমতা এসে লুটে

সেই রাজা আর কিছু আজ্ঞাবহ মোসাহেব

বাকি সব পাতি প্রজা, কার-পর-দাজ।


প্রভূত্ব, ক্ষমতা, ভোট

স্বার্থ-গদীর লড়াই;

জন-জঙ্গল সে লড়াইয়ে অহরহ পুড়ছে তাই

ঘর-বাড়ি-দোকান-মসজিদ-মন্দির-কারখানা

খেত-খামার বিষয়-আশয়

সংসার-মন-ধন সব একাকার।

কে থাকবে অধিরাজ

তারই চলছে নিত্য কাওয়াজ।


নিভবে হিংসার আগুন?

শান্তির বরষন হবে কবে

আকাশ বাতাস সমুদ্র ঘুরে

কবি তাই খুঁজে ফেরে



আগুন তবুও যদি

দেখা দেয় জঙ্গলে

পশুর জীবন নয়

পশুত্ব পোড়া চাই, 

সর্ব জন-মঙ্গলে

তাই চায় কবি সকলে।

 আপনার সন্তান  কি সর্বদা ফোন নিয়ে খেলছে?

    সহজে ফোনের নেশা ছাড়ানোর উপায়- 

জানিয়েছেন উম্মে কুলসুম


আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, রোগ ব্যাধি দূরে রাখার জন্য যেমন ব্যায়াম, খেলাধূলা ভীষণ জরুরী, তেমনি অলসআমাদের শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে| সারাদিন ফোনের নেশায় বুদ হয়ে বসে থাকলে একাধিক সমস্যা তৈরি হতে পারে, তাই মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানের screen time  বেঁধে দেওয়া, একটি নির্দিষ্ট সময়ের পর আর ফোন দেখতে না দেওয়া।

   বাড়ির খুদেকে কোন কোন উপায় ফোন থেকে দূরে রাখবেন:

   ১. খেলার জায়গা বানিয়ে দিন যেখানে তার কল্পনা শক্তিকে বাস্তবে ফুটিয়ে তুলতে পারবে, নিজের মতো ভাবতে পারবে।

   ২. কোনো ভালো কাজ করলে, হাতের কাজ করলে,ছবি আঁকলে তাকে উৎসাহ দিন, পারলে তাকে পুরস্কার দিতে পারেন, তাতে সে উৎসাহ পাবে।

   ৩. আপনার সন্তানের কাছে আপনি আদর্শ হয়ে উঠুন, শিশুরা কিন্তু বড়দের নকল করে।তারা চোখের সামনে্ যা দেখে সেটাই করতে চায়,তাই আপনি যদি নিজে ফোন ঘাটা কমাতে পারেন, তাহলে সেটা দেখে কিন্তু আপনার সন্তান শিখবে।

করবেট ব্যাঘ্র প্রকল্পের দৈন্যদশা প্রকাশ্যে এল আলমোরায় বাঘের মৃত্যুতে

 করবেট ব্যাঘ্র প্রকল্পের দৈন্যদশা প্রকাশ্যে এল আলমোরায় বাঘের মৃত্যুতে

করবেট জাতীয় উদ্যান

জিম করবেট জাতীয় উদ্যান থেকে জনবসতি পূর্ণ এলাকায় বেরিয়ে আসা একটি বছর দশেকের বাঘের মৃত্যুতে প্রকাশ্যে এল সংস্থার আপৎকালীন ব্যবস্থা গ্রহনের অপারগতার বিষয়টি। উল্লেখ্য, গত ১৪ই নভেম্বর উত্তরাখণ্ডের আলমোরায় একটি বাঘ করবেট জাতীয় উদ্যান থেকে বেরিয়ে জনবসতি পূর্ণ এলাকায় ঢুকে পড়লে বনকর্মী ও জনসাধারণ সেটিকে তাড়া করে। এই সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালনা করা হয়। পরে রক্তস্নাত অবস্থায় সেটির মৃত্যু হয়। এই ঘটনায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। প্রশ্ন উঠেছে, ঘুমপাড়ানি গুলির ব্যবহার কেন করা হয় নি? পর্যাপ্ত ঘুমপাড়ানি বন্দুকের কেন ব্যবস্থা হয়নি? উপযুক্ত পশুচিকিৎসক কেন উপস্থিত ছিলো না? মিনিটের মধ্যে সাড়া দিতে সক্ষম এমন দ্রুত কার্যকর দল গঠন, হেলিকপ্টার, দ্রোণ-এর ব্যবস্থা করা কি উচিত নয়? রাজ্যগুলির থেকে ৪৭,০০০ কোটি টাকা তোলা হয়েছে 'ক্ষতিপূরণমূলক বনায়ন তহবিল ব্যবস্থাপনা এবং পরিকল্পনা কর্তৃপক্ষ'(  CAMPA)-র তহবিলে। সেটির সঠিক ব্যবহার না করে 'সেগুলোকে স্থায়ী আমানতে পরিণত করা হয়েছে এবং সেগুলো থেকে শুধু সুদ নেওয়া হচ্ছে', মন্তব্য করেছেন নবাব সাফাত আলি খান।

সম্পাদকীয়

 সম্পাদকীয়

সার্বজনীন সমস্যায় শুধুমাত্র পরিকল্পনা ও নীতি নির্ধারণের বাহুল্য নয়, চাই সঠিক বাস্তবায়ন। এ পৃথিবী ও তার পরিমণ্ডলকে শুদ্ধ রাখতে সমস্ত দেশের জনসাধারণ ও নীতিনির্ধারকদের ভেতর আন্তরিকতার বিশ্বজনীনতা আজ একান্ত প্রয়োজন।


অপরিনত বাচ্চা যত ছোটই হোক না কেন ইনকিউবিটরে নয় বাবা-মায়ের বুকে দিতে হবে- হু

 অপরিনত বাচ্চা যত ছোটই হোক না কেন ইনকিউবিটরে নয় বাবা-মায়ের বুকে দিতে হবে- হু

অপরিনত শিশুর জন্ম


দিনের দিন বিশ্বজুড়ে অপরিনত বাচ্চার জন্ম বেড়েই চলেছে। এইধরনের বাচ্চারা নবজাত অবস্থায় এমনকি শৈশবে সাধারনত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার পূর্বেকার সুপারিশকৃত নির্দেশনা থেকে সরে এসে গত ১৫ই নভেম্বর নতুন একটি নির্দেশিকা জারি করেছে।  

 ৩৭ সপ্তাহের আগে জন্মানো শিশুদের জন্য পূর্ব নির্দেশাবলীতে তাদের প্রাথমিক পরিচর্যাদাতার থেকে একটি সংক্ষিপ্ত বিচ্ছেদের জন্য বলা হয়।  শিশুকে প্রথমে একটি ইনকিউবেটরে প্রায় তিন-চার দিন ধরে স্থির রাখার কথা বলা হয়েছিল। সময়ের আগেই জন্ম বর্তমানে  জনস্বাস্থ্য ক্ষেত্রে একটি উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে সারা বিশ্বে বছরে প্রায় ১০ শতাংশ অপরিনত বাচ্চা জন্ম গ্রহণ করছে।

"একজন পিতামাতার সাথে প্রথম আলিঙ্গন শুধুমাত্র আবেগের দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং তবে ছোট এবং সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা এবং স্বাস্থ্যের ফলাফলের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ," বলেছেন হূ-র নবজাতক স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল অফিসার ডাঃ কারেন এডমন্ড।

পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার নিয়ে ফুঁকো আওয়াজই সার কাজ কিছু হয়নি

 পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার নিয়ে ফুঁকো আওয়াজই সার কাজ কিছু হয়নি


উন্নয়নশীল দেশগুলোতে নীতিনির্ধারকরা দ্রুত নিঃশেষ হতে যাওয়া জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের লক্ষ্যমাত্রা বাড়িয়ে চললেও কার্যত বাস্তবায়ন বিশেষ কিছু হচ্ছে না, জানাচ্ছে সাম্প্রতিক কালের একটি ক্লাইমেটোস্কোপ সার্ভে। পৃথিবীর উন্নয়নশীল দশটার ন'টা দেশই উপর উপর প্রতিশ্রুতি দিলেও  আদপে সেই প্রতিশ্রুতির কোন অনুসরণ করা হয় না। প্রতি বছরই জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় জাতীয় অবদানের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য পূনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের লিস্টে উন্নয়নশীল দেশের নাম বাড়ছে। বর্তমানে পৃথিবীর ৯২% দেশই জাতীয় ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে তাদের উচ্চাকাঙ্ক্ষা অন্তর্ভুক্ত করেছে। প্রতিবেদনে লক্ষনীয়ভাবে দেখানো হয়েছে, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য এবং স্বল্পমেয়াদী বাস্তবায়ন কৌশলগুলির মধ্যে বৈষম্য ইঙ্গিত দেয় যে শুধুমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ নয়, দেশগুলোর নীতিনির্ধারকদের এখনও অনেক কাজ করার আছে। উন্নয়নশীল দেশগুলোকে এ ব্যাপারে তাই যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন।

২রা ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

 ২রা ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

 করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর ১৯৮৮ থেকে শুরু হওয়া বাংলাদেশের ৩৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব ফের শুরু হতে চলেছে মহাসমারোহে। আগামী শুক্রবার ও শনিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।  শুক্রবার সকাল দশটায় জাতীয় সঙ্গীতের সঙ্গে উদ্বোধন করা হবে এই অনুষ্ঠানের। তারপর বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রদান করা হবে গুণীজন সম্মাননা। এ বছরের এই সম্মাননা পাচ্ছেন বেতার কেন্দ্রের দুই শিল্পী আশরাফুল আলম ও রফিকুল আলম। দুই দিনের এই অনুষ্ঠানে পরিবেশিত হবে সারা দেশের প্রায় দুই শতাধিক শিল্পীর একক ও দলীয় সঙ্গীতানুষ্ঠান ও আবৃত্তি।

সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ঘরে ঘরে RO ইনস্টল জল সমস্যার সমাধানে কার্যকরী নয়

 ঘরে ঘরে RO ইনস্টল জল সমস্যার সমাধানে কার্যকরী নয়

Installing RO at home is not effective in solving water problems

20 Liter Jar widely used for rural RO water


উ.নি.ডে; বোতলজাত পানীয় জলের ব্যবহার অস্বাভাবিক বৃদ্ধি হওয়া ভারতের মতো একটি দেশের জন্য বেশ বিতর্কিত। গ্রামাঞ্চলেও এখন RO ওয়াটার পিউরিফায়ার অনেক ঘরেই ঢুকে গেছে। যারা ১৫-২০ হাজার টাকায় সেটা ব্যবস্থা করতে পারছেন না আর্থিক অবস্থার কারণে তারাও ২০ লিটারের জলের জার কিনছেন ৩০-৪৫ টাকায়। যেসব ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে এসব জল বিক্রি হচ্ছে সেগুলোও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদনহীন। অথচ ভারতে 37.7 মিলিয়ন মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হয়, যার খরচ প্রায় 4,500 কোটি টাকা। সেজন্যই মধ্যম ও উচ্চ আয়ের পরিবারগুলি বহনযোগ্য পানীয় জল গ্রহণ করে এবং নিরাপদ পানীয় জলের জন্য RO পিউরিফায়ার ইনস্টল করে। RO প্রযুক্তি দাবি করে যে এটি আয়ন, জৈব, ব্যাকটেরিয়া এবং পাইরোজেনের মাধ্যমে জলের দূষণ দূর করে এবং নিরাপদ পানীয় জল সরবরাহ করে। RO বা বোতলজাত জলকে পরিচিত 'মিনারেল ওয়াটার' বলা হয়।  কিন্তু গবেষণায় দেখা গেছে যে RO মেমব্রেন পানি থেকে প্রায় সব খনিজ উপাদান সরিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যে RO জল খাওয়ার ফলে স্নায়বিক, কার্ডিও, গ্যাস্ট্রিক এবং অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।  সুতরাং, এটি স্পষ্ট যে তথাকথিত 'মিনারেল ওয়াটার' খাওয়া স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রিপোর্ট করেছে যে RO-তে জড়িত প্রক্রিয়া 200 শতাংশ জল নষ্ট করে।  আরও থেকে এক লিটার জল পেতে দুই লিটার জল অপচয় হয়। সুষ্ঠু জল ব্যবস্থাপনার অভাব বিভিন্ন পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সমস্যার দিকে পরিচালিত করেছে। RO কোন প্রকৃত সমস্যার সমাধান নয় বরং কার্যকর জল ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সমস্যার সমাধান করতে পারে।

বাংলায় জাপানি হাইকু


বাংলায় জাপানি হাইকু নিয়ে এ মাসের উস্ওয়া এক্সপ্রেস অক্টোবর মাসান্তিকে লিখেছেন-

সেখ মইদুল আলি
নিলুফা খাতুন
ওয়াসিকুল আলম
সেখ কামারুল ইসলাম
মাফুজা খাতুন







 

সিদ্ধ তান্ত্রিক হওয়ার লোভে ৭বছরের শিশুকে ধর্ষণ করে বলি দিয়ে হরিয়ানার যুবক ধরা পড়লো হাওড়ায়

 সিদ্ধ তান্ত্রিক হওয়ার লোভে ৭বছরের শিশুকে ধর্ষণ করে বলি দিয়ে হরিয়ানার যুবক ধরা পড়লো হাওড়ায়

Haryana youth arrested for raping and sacrificing a 7-year-old child to become a Siddha Tantric


উ.নি.ডে; শিশু বলি দিলে তন্ত্র সাধনার সফল হওয়া যাবে এমন কথায় বিশ্বাস করে ৭ বছরের শিশুকে অপহরণ করার পর ধর্ষণ করে দীপাবলির রাতে বলি দেয় হরিয়ানার পানিপথের শিবকুমার নামে ঐ যুবক। এরপর কলকাতাগামী কালকা মেলে ওঠে। হরিয়ানা‌ পুলিশ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে হাওড়া জিআরপি। পরে তাকে পানিপথ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Editorial on 31.10.2022

 সম্পাদকীয়

Editorial on 31.10.2022


যে পৃথিবীতে তৃষ্ণার্ত শিশু ইসমাইলের পায়ের আঘাতে সুপেয় জলের প্রবাহ বহে সেই পৃথিবীতেই কয়েক হাজার বছরে অবস্থা এতটাই সঙ্গীন হয়ে উঠেছে যে, এ যুগের বিজ্ঞানীরা কঠিন জল সংকটের মোকাবেলা করার জন্য জনগন ও বিশ্বনেতাদের ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন। এমনকি আগামী কুড়ি-তিরিশ বছরে আমাদের দেশ ভারতে পানযোগ্য জল শূণ্য হয়ে যেতে পারে সে সর্তকবাণীও দিয়ে রেখেছেন। আগামীদিনের জলসংকটের এই সর্তকবার্তায় না কর্ণপাত করছেন এদেশের নেতারা, না করছেন এদেশের সর্বেসর্বা জনগন। স্বার্থান্বেষী দেশনায়কেরা যেমন নিজেদের আখের-গদী গোছাতে ব্যস্ত তেমনি জনগনও আগামী ভয়াবহ দিন সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থেকে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। ভয় হয় আগামী প্রজন্মকে আমরা যেন জল-শূণ্য, অ-বসবাসযোগ্য একটা জরাজীর্ণ গ্রহ না গছিয়ে দিয়ে যাই।

হুগলিতে বৃক্ষ হাসপাতালের উদ্যোগ

 হুগলিতে বৃক্ষ হাসপাতালের উদ্যোগ

Tree Hospital initiative in Hooghly


Tree Hospital initiative in Hooghly reported by Mafuja Khatun


মাফুজা খাতুন, সাঁতরাগাছি; বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু দেখিয়েছেন যে গাছপালাও অন্যান্য জীবনের মতো। তাই তাদেরও সেবা শুশ্রূষা দরকার। অনেকেই গাছ ভালবেসে লাগান, কিন্তু কি ভাবে তার যত্ন নিতে হয় তা বেশিরভাগই জানেন না। গাছেরও শিশুদের মতো চিকিৎসা করা দরকার হয়। তাদের পুষ্টি, শরীর স্বাস্থ্য র দিকে খেয়াল রাখতে হয়। যারা বাড়ি, বাসস্থানে গাছ লাগান তারা গাছের স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যায় পড়েন। গাছের পাতার রোগ, ছত্রাক রোগ, কাণ্ড বা শাখার বিভিন্ন ধরনের রোগ দেখা যায়।বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রোগের সময়মতো প্রতিকার না করে গাছ তুলে ফেলে দেওয়া হয় অথবা গাছটি মারা যায়। কিন্তু মানবদেহের মতো গাছের রোগগুলি পেশাদার আর্বোরিস্টদের বা গাছের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাময় করা যায়। তবে গাছের চিকিৎসা পরিষেবা সহজে পেতে সমস্যা দেখা যায়। সেই সমস্যা মেটাতে একটি অনন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় বিজয় কৃষ্ণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা একটি ‘বৃক্ষ হাসপাতাল’ চালু করেছেন। এখানে বেশ কিছু আর্বোরিস্ট থাকবে, পরামর্শমূলক পরিষেবাও দেবে, যাতে গাছ বা গাছের মালিকরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে নিরাময় পরিষেবা সরবরাহ করবেন।

এতে বিশেষ করে নার্সারি মালিকেরা উপকৃত হবেন। এই উদ্যোগ গাছ মালিকদের সচেতনতা সৃষ্টিতে যথেষ্ট সাহায্য করবে। স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ এবং সরকারের তরফে সহযোগিতা পেলে এ রকম আরো উদ্যোগ দেখা যেতে পারে।

বাগনানের হাটুড়িয়া দক্ষিণ পাড়ায় নবী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

 বাগনানের হাটুড়িয়া দক্ষিণ পাড়ায় নবী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

Cultural programs on the occasion of Milad-un-Nabi at Bagnan Haturia Dakshinpara

Editor-In-Chief Sk Kamarul Islam Attended Cultural Program at Haturia Dakshinpara, Howrah


সেখ মইদুল আলি, বাগনান; গতকাল রবিবার বাগনানের হাটুড়িয়ায় দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বনবী দিবস উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নদান কর্মসূচি। স্থানীয় মসজিদের নতুন ভবনের উদ্বোধনও হলো এদিন। শনিবার হাটুড়িয়া ১নং পঞ্চায়েতের তরফে ডেঙ্গুসহ ভেক্টর বর্ণ ডিজিজ প্রতিরোধে এলাকায় পরিবেশ পরিছন্ন কর্মসূচি নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পাড়া উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম, কোষাধ্যক্ষ আশিক বেগ, সাহিত্যিক সেখ কামারুল ইসলাম, মসজিদের ইমাম রেজাউল খান, বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মাওলানা আবু জাফর, বিশিষ্ট কবি সেখ মইদুল আলি, স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী মুসারফ গাজী প্রমূখ। সকাল দশটায় অনুষ্ঠানের সূচনা করেন প্রেসিডেন্ট সেখ মোয়ীনূল ইসলাম। সারাদিনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিশ্বনবী হজরত মুহাম্মদ(সঃ) জীবন-আদর্শ আলোচনা ও প্রার্থনার মাধ্যমে রাতে এদিনের অনুষ্ঠান শেষ হয়।

শেষ বিদায় কবি নাসিম এ আলম

 শেষ বিদায় কবি নাসিম এ আলম

Last Farewell Poet Nasim A Alam

Poet Nasim A Alam


সেখ মইদুল আলি, বাগনান; গত সোমবার রাত সাড়ে নয়টার সময় চিরতরে বিদায় নিলেন বাংলার সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র কবি ও প্রাবন্ধিক নাসিম এ আলম। তার মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার সাহিত্য জগত। দুই বাংলার নানান অগ্রনী পত্র পত্রিকায় তাঁর লেখা দীর্ঘদিন যাবৎ প্রকাশ পেয়ে এসেছে।

নব্বইয়ের সবচেয়ে অগ্রগণ্য কবিদের অন্যতম ছিলেন নাসিম এ আলম। আইরিশ কলোনীতে সন্ধ্যা, দ্রোহকাল, ময়ূর ক্লান্ত মানে বর্ষা শেষ হল, লিটল ম্যাগাজিন ও অন্যান্য কবিতা, ধুলোর নির্জনে লেখা ইত্যাদিসহ তার শেষ কাব্যগ্রন্থ বাসমতী ধানের অগ্রহায়ণ ও ঝুমকোলতা। তার প্রবন্ধ সংকলন ছিল ‘স্বাধীনতা পরবর্তী পশ্চিমবাংলার মুসলমান সমাজ ও সাহিত্য’৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিকেরা। কবি ও সম্পাদক সেখ কামারুল ইসলাম বলেন, "গত পয়লা অক্টোবর কবির সাহিত্য সাথী এ যুগের আরেক অগ্রণী কবি তৈমুর খান সূত্রে জানতে পারি মৃত্যু শয্যায় 'কবি নাসিম এ আলমের চোখে দিনান্তের শেষ সূর্য'। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তখনই। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হলো, নবীন কবিরা অনেকেই তাদের একজন অভিভাবক হারালো" । ক্যান্সারে ভুগছিলেন বেশ কিছুদিন। শেষ পর্যন্ত ২৪শে অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীরভূমের কীর্নাহারের নিমড়া গ্রামে তাঁকে দাফন করা হয়।

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর কলকাতা

 বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর কলকাতা

উ.নি.ডে; স্টেট অফ গ্লোবাল এয়ার-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, কলকাতা বর্তমানে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর। বিশ্ব নগর দূষন মানচিত্রে দেশের রাজধানী দিল্লির পরেই এর স্থান। বাতাসে PM2.5 এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণের উপর ভিত্তি করে এই প্রতিবেদনে বলা হয়েছে যে,  এই নেতিবাচক-মানের তালিকার শীর্ষে স্থান পাওয়া ভারতের এই দুই শহরের স্থান পাওয়ার প্রধান কারণ হল এই দুটি শহরের জনসংখ্যার অত্যধিক ভিড়। পরিবেশ বিশেষজ্ঞ এবং কর্মীরা অভিমত পোষণ করেন যে, জনসংখ্যা ছাড়াও কলকাতায় এই উচ্চ বায়ু দূষণের হারে অবদান রাখার জন্য অন্যান্য কারণ রয়েছে, যার মধ্যে সর্বাগ্রে হল অটোমোবাইল জ্বালানী নির্গমন, যা এর মোট দূষণে ৬০ শতাংশ অবদান রাখে। এছাড়াও অন্যান্য মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে যেমন  রাস্তার ধারে অসংখ্য খাবার বিক্রেতারা কয়লার বা কেরোসিন চুলায় খোলা অবস্থায় খাবার রান্না করে যাতে দূষণমাত্রা আরো বাড়ে, আবার শহরের যত্রতত্র নির্মাণসামগ্রী উঁচুতে স্তূপ করা হয় যার ফলে দূষিত জিনিস বাতাসে মিশে যায়। খোলা জায়গায় নির্বিচারে আবর্জনা পোড়ানোও আরেকটি বড় কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। 

কলকাতা শহরে বায়ূমণ্ডলের গূণমাণ বৃদ্ধির জন্য ইনডাকশন কুকার, ই-বাস,আবর্জনা পৃথকীকরণ ব্যবস্থার প্রবর্তন ইত্যাদির আশু প্রয়োজন এবং কলকাতা নগর নিগমকে এ ব্যাপারে যত্নবান হতে হবে।

 ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কট্টরপন্থী জর্জিয়া

মাফুজা খাতুন, কলকাতা; ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গত শনিবার সকালে শপথ নিলেন ৪৫ বছর বয়সী কট্টর ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি। গত মাসের নির্বাচনে জয়ী হয় তার নেতৃত্বাধীন কনজারভেটিভ জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইতালির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জার্জিয়া। ন্যাশনালিস্ট ব্রাদার্স অফ ইতালি-র নেত্রী নিজেকে ন্যাটো ও ইইউ পন্থী হিসেবে দাবি করে থাকেন। জোটের সব দলের সদস্যদের নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার একটি তালিকা তিনি প্রেসিডেন্টের হাতে তুলে দেন গত শুক্রবার। জোট পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হবে শ্রীঘ্রই।

 চীনা নারীরা স্থানীয় ও কেন্দ্রীয় উভয় স্তরেই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকে বাদ পড়েছেন



উ.নি.ডে; সাত দশকের অস্থিরতা ও নানা পরিবর্তনের মধ্যেও চীনের নেতৃত্বের যে বিষয়টি আজো অপরিবর্তিত রয়েছে সেটা হল সব পুরুষ নিয়ন্ত্রিত রাজনীতি। কমিউনিস্ট পার্টি ৭০ বছর ধরে চীনকে পরিচালনা করেছে, এবং সেই সময়ের মধ্যে কোন মহিলা কখনও চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হননি, দেশটির পরিচালনাকারী গ্রুপে বা পার্টির নেতৃত্বে মহিলাদের উপস্থিতি নগন্য। কোন মহিলা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হননি। 

গত ২৩শে অক্টোবর শি-র অধীনে, সিসিপি আরো একধাপ পিছিয়েছে, ক্ষমতার পরবর্তী স্তর থেকেও নারীদের বাদ দিয়েছে। বর্তমানে ২৪-সদস্যের পলিটব্যুরো থেকে নারীর নাম নিশ্চিহ্ন করা হয়েছে।  বেইজিং-এ ২০তম কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপ্তির পর যেদিন শি আনুষ্ঠানিকভাবে তার শাসনের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছিলেন সেই দিনই নতুন সমস্ত পুরুষ লাইন আপ প্রকাশিত হয়েছিল।

চীনের পিতৃতান্ত্রিক রাজনৈতিক কাঠামো নারীদের ঊর্ধ্বমুখী গতিশীলতাকে সীমিত করে দিয়েছে। চিনের নেতৃত্বে, শাসনতন্ত্রে মহিলা না থাকায় অথবা নগন্য থাকায় মহিলাদের প্রতিনিধিত্ব না থাকায় চিনে মহিলাদের সমস্যা উপেক্ষিত রয়ে গেছে।

 আসছে ঘূর্ণিঝড় সিত্রাং 



উ.নি.ডে; আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সোমবার ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে, মঙ্গলবার ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩ জেলার উপকূলে। আমফান ১০-১৫ মিনিটের জন্য ১২০ কিলোমিটার বেগে ছুটেছিল। কিন্তু যেটা এবার আসছে, সেটা ২০০ কিলোমিটার বেগে আসছে বলে অনুমান করা হয়েছে। আজ থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

দিওয়ালির সময় গুজরাটে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কোনও জরিমানা নেই - ঘোষনা সরকারের

 দিওয়ালির সময় গুজরাটে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কোনও জরিমানা নেই - ঘোষনা সরকারের

উ.নি.ডে; গুজরাট সরকার ঘোষণা করেছে যে দীপাবলি উৎসবকে সামনে রেখে ২৭শে অক্টোবর পর্যন্ত রাজ্যে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কোনও জরিমানা আদায় করা হবে না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন,"দীপাবলির আনন্দ যাতে নষ্ট না হয়," সে কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ২০২১ সালে, গুজরাটে ১৫২০০টি সড়ক ট্র্যাফিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে যার মধ্যে ৭৪৫৭ জন প্রাণ হারিয়েছে।

সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

১৪ই অক্টোবর বিশ্বজুড়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র ই-বর্জ্য পুনর্ব্যবহারের আহ্বান

 ১৪ই অক্টোবর বিশ্বজুড়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র ই-বর্জ্য পুনর্ব্যবহারের আহ্বান

E-waste Material


উ.নি.ডে. ১৪ই অক্টোবর বিশ্বজুড়ে আন্তর্জাতিক ই-বর্জ্য দিবসের এই বছরের মূল ফোকাস ছিল- "পুনর্ব্যবহার করো পুরোটাই, হোক না তা সে ছোট্ট যতই"! সেইসব ছোট বৈদ্যুতিক যন্ত্রগুলি যা আমরা আর ব্যবহার করি না কিন্তু ড্রয়ারে এবং আলমারিতে রাখি বা প্রায়ই সাধারণ বর্জ্য বিনে ফেলে দিই। জীবন শেষ হওয়া ছোট বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি বর্তমান সভ্যতাকে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জে দাঁড় করিয়েছে। জাতিসংঘ অনুমান করছে যে, ২০১৯ সালে বিশ্বব্যাপী ২৪.৫ মিলিয়ন টন ছোট ই-বর্জ্য তৈরি হয়েছে।  এটি বিশ্বব্যাপী উদ্ভূত মোট ই-বর্জ্য ৫৭ মিলিয়ন টনের ৪০%।  যদি এই ছোট আইটেমগুলির পরিমাণ মোট ই-বর্জ্যের বর্তমান বার্ষিক প্রায় ৩%-র মতো সমান হারে বাড়তে থাকে তবে তা ২০৩০ সালের মধ্যে ২৯ মিলিয়ন টনে পৌঁছাবে। ছোট আকারের কারণে সেল ফোন, বৈদ্যুতিক টুথব্রাশ, টোস্টার এবং ক্যামেরা ইত্যাদির মতো আইটেমগুলি প্রায়শই ভুলভাবে ফেলে দেওয়া হয় এবং এগুলি বর্জ্য পাত্রে ফেলে দেওয়া সমস্ত ই-বর্জ্যের ৮% এর একটি উল্লেখযোগ্য অনুপাত তৈরি করে। যা দিয়ে পরবর্তীতে জমিভরাট করা হয় বা সেগুলোকে পুড়িয়ে ফেলা। অর্থাৎ তাদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কাঁচামাল বের করা যায় না এবং সেগুলো হারিয়ে যায়।  ইউরোপে, প্রতি বছর প্রতি বাসিন্দা ১.৪ কেজি পর্যন্ত ই-বর্জ্য সাধারণ বর্জ্য বিনে শেষ হয়। উপরন্তু, ছোট সরঞ্জামগুলি সহজেই ড্রয়ার, আলমারি, গ্যারেজ, বেসমেন্ট এবং তাকের উপর ফেলে রাখা হয় এবং পরে ভুলে যায়।  একটি গড় ইউরোপীয় পরিবারে, বর্তমানে জনপ্রতি ৫ কেজি পর্যন্ত ই-ডিভাইস মজুত করা হয়।


আবার বিতর্কের কেন্দ্রে কোহিনুর


 আবার বিতর্কের কেন্দ্রে কোহিনুর


উ.নি.ডে; ফার্সিতে কোহ-ই-নূর বাংলায় যার অর্থ আলোর পাহাড়, বিশ্বের সবচেয়ে বড় হীরাও নয়, সবচেয়ে সুন্দরও নয়, তবুও ইতিহাসে বারবার ক্ষমতা আর বিতর্কের অংশ হয়েছে এই হীরাটি। বর্তমান সময়ে কোহিনূর আরও একবার ফিরে এসেছে বিতর্কের কেন্দ্রে। হীরার চারপাশের অস্বস্তি এখন প্রথম পাতার খবরে পরিণত হয়েছে।

 ভারতের ক্ষমতাসীন বিজেপি দল রানী ক্যামিলা-র কনসোর্টের রাজ্যাভিষেকের সময় কোহ-ই-নূর পরার যে কোনো পরিকল্পনা "ঔপনিবেশিক অতীতের বেদনাদায়ক স্মৃতি" ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছে। স্পষ্টতই ভারতের সঙ্গে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কে ইংল্যান্ডের ওপর এটি চাপ সৃষ্টি করবে। শতাব্দীর পর শতাব্দী ধরে কোহিনূর মুঘল, ফার্সি, আফগান এবং শিখদের হাত ফেরি হয়ে ইংরেজদের হাতে গিয়েছে। ১৮৪৯ সালে ব্রিটেন, দশ বছর বয়সী লাহোরের বালক-রাজা মহারাজা দুলীপ সিং-র কাছ থেকে এই কোহিনূর ছিনিয়ে নেয়। তারপর সেটি মারাত্মক রকমের হেরফের করে কাটিং করে ওজনে প্রায় অর্ধেক করা হয়। রানী ভিক্টোরিয়া এটি পরতেন। শেষমেষ ১৯৩৭ সাল পর্যন্ত রাজা ষষ্ঠ জর্জের সহধর্মিণী তাঁর তাজে এটি পরেছেন।

১৯৪৭ সালে সদ্য স্বাধীন ভারতের সরকার হীরাটি ফেরত চেয়েছিল। ১৯৭৬ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টো হীরাটি ফেরত চেয়ে ইংল্যান্ডকে গরম করেছিলেন। জ্বালাময়ী চিঠি লিখে তিনি যুক্তি দিয়েছিলেন যে, এটি লাহোরের ঐতিহ্যের অংশ ছিল।  পাকিস্তানকে কোহিনূরের ফেরত দেওয়া হবে "একটি নতুন আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতীক যা পুরানো যুগের দখলদার, কুক্ষিগত মেজাজের থেকে আকর্ষণীয়ভাবে ভিন্নতাকে প্রদর্শন করবে"। এই ধরনের আরও অন্যান্য অনুরোধসমূহ ব্রিটেনের পক্ষে সবসময় কঠোরভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। উত্তর দেয়া হয়েছে, কোহিনূরের ইতিহাস এত জটিল যে, ব্রিটেনের পক্ষে জানা সম্ভব নয়, এর প্রকৃত দাবিদার কোন দেশ? তবে বর্তমান এই পরিস্থিতিতে বাকিংহাম প্রাসাদের আধিকারিকরা আগামী ৬ই মে, ২০২৩-এ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যখন তিনি এবং তার স্বামী রাজা তৃতীয় চার্লস রাজ্যাভিষেক করবেন তখন রানী ক্যামিলার মূল্যবান হীরা পরা উচিত কিনা তা পর্যালোচনা করছেন।

উগ্র ডানপন্থী সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৭৫ বছরের নারী জঙ্গী ধৃত জার্মানিতে

 উগ্র ডানপন্থী সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৭৫ বছরের নারী জঙ্গী ধৃত জার্মানিতে


উ.নি.ডে; অপহরণ ও পাওয়ার স্টেশনে হামলার পরিকল্পনার পেছনে মূল মাস্টারমাইন্ড বলে সন্দেহ করা হচ্ছে এই  অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে।


জার্মান রাজনীতিবিদ এবং সেদেশের বিদ্যুৎ পরিকাঠামোর উপর হামলা ছকের পরিকল্পনাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর মূল হোতা বলে মনে করা এই পেনশনভোগীকে হেফাজতে নিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে গত শুক্রবার।

সারা জার্মানি জুড়ে ব্ল্যাকআউট তৈরি করার উদ্দেশ্যে এই হামলার ছক বলে জানানো হয়েছে।

গত এপ্রিলে এই হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং তারা বিস্ফোরক দ্রব্য সংগ্রহের চেষ্টায় ছিল বলে মনে করা হচ্ছে। হোলগার শ্মিড্ট, একজন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ, জার্মান টেলিভিশনকে বলেছেন যে, জার্মান সরকারকে ফেলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করা বিভিন্ন অনলাইন গ্রুপের অস্তিত্ব অস্বাভাবিক নয় কিন্তু এই গ্রুপটির কাছে অস্ত্রের সন্ধান এবং বিস্ফোরক সংগ্রহের খবর থাকায় এদেরকে তদন্তকারীরা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এদের প্রাথমিক পরিকল্পনা ছিল জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখকে অপহরণ করা এবং প্রয়োজনে তাকে হত্যা করা। তারা বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আক্রমণ করে দেশব্যাপী শক্তি ব্ল্যাকআউটের একটি সিরিজ তৈরি করার পরিকল্পনা করেছিল। এই সংযোগে এপ্রিলে বার্লিনের কাছে ফালকেন্সির এক ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, সোভেন জর্জ বি নামে চিহ্নিত "ইউনাইটেড প্যাট্রিয়টস" বা "ডে এক্স জার্মানি" নামে একটি চরমপন্থী টেলিগ্রাম গ্রুপের প্রধানদের একজন ধরা পড়ে। পুলিশ তার সেলারে একটি এসএস ইউনিফর্ম এবং একটি কালাশনিকভ রাইফেল পেয়েছে। 

বর্তমানে ধরা পড়া এই নারীকে জার্মান আইনী নিয়ম অনুসারে শুধুমাত্র এলিজাবেথ আর হিসাবে চিহ্নিত করা হয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনির বাড়ি থেকে ৭৫ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সিমেন্ট শিল্প থেকে পরিবেশ সমস্যা কমাতে বিকল্পের সন্ধানে বিশ্বের নামী সংস্থাগুলোর সঙ্গে আইআইটির

 সিমেন্ট শিল্প থেকে পরিবেশ সমস্যা কমাতে বিকল্পের সন্ধানে বিশ্বের নামী সংস্থাগুলোর সঙ্গে আইআইটির

উ.নি.ডে; গৃহনির্মাণ এবং পরিচালনা বিশ্বব্যাপী মোট CO2 নিঃসরণের 25% এরও বেশি ক্ষেত্রে দায়ী। আবার নির্মাণ শিল্পের মধ্যে সিমেন্ট উৎপাদনে CO2 নির্গমন হয় ৮%। কারন সিমেন্ট উৎপাদনের জন্য 1,450 - 1,500 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চুনাপাথর পোড়ানোর প্রয়োজন হয়, যা প্রতি কেজি সিমেন্টের জন্য প্রায় 0.8 কেজি CO2-এর সমতুল্য নিঃসরণ করে । এই বিশেষ ক্ষেত্র থেকে কার্বন ডাইঅক্সাইড এর নিঃসরণ কমাতে টেকসই সিমেন্টের বিকল্পের সন্ধানে বিশ্বের আরও কয়েকটি প্রথিতযশা প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করবে ভারতের কয়েকটি আইআইটি। তাদের গবেষনায় চুনাপাথর ক্যালসাইন্ড ক্লে সিমেন্ট বা LC3 একটি টেকসই বিকল্প হিসেবে পাওয়া গেছে, যা CO2 নির্গমনকে 40% কম করে এবং উৎপাদনের জন্য এটি উল্লেখযোগ্যভাবে সস্তা। ভারতের মতো দেশের ক্রমবর্ধমান শহুরে জনসংখ্যা

সিমেন্টের মতো নির্মাণ সামগ্রীর ক্রমবর্ধমান চাহিদাকে তাড়িত করবে। ফলে আরও টেকসই এবং কম কার্বন-নিবিড় সমাধান খুঁজে বের করা অপরিহার্য। বর্তমানে সিমেন্ট ব্যবহারের বিকল্প থাকলেও শক্তি ও স্থায়িত্বের জন্য সিমেন্টই প্রথম পছন্দের। কিন্তু সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট, যা ব্যবহৃত সবচেয়ে সাধারণ প্রকারের মধ্যে রয়েছে, 95% ক্লিঙ্কার নিয়ে গঠিত।  ক্লিঙ্কার তৈরির জন্য একটি প্রধান কাঁচামাল হল সাধারণত চুনাপাথর একটি দ্বিতীয় উপাদানের সাথে মিশ্রিত করা হয়।সার্বজনীনভাবে, প্রযুক্তিবিদরা মতামত দিয়েছেন যে কংক্রিট নির্মাণের নেট কার্বন প্রভাব হ্রাস করার একটি প্রাথমিক উপায় হল কংক্রিটে কম সিমেন্ট ক্লিংকার ব্যবহার করা।

এই চ্যালেঞ্জের প্রতি সাড়া দিয়ে, LC3-প্রকল্প নামে একটি বৈশ্বিক গবেষণা উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে IIT মাদ্রাজ, IIT দিল্লি, TARA (ডেভেলপমেন্ট অল্টারনেটিভস) নিউ দিল্লি, UCLV (লাস ভিলাসের সেন্ট্রাল ইউনিভার্সিটি "মার্টা আব্রেউ") কিউবার মতো প্রতিষ্ঠান এবং EPFL (  সুইজারল্যান্ডের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লুসান) মিলিতভাবে একটি সম্ভাব্য সমাধানের সন্ধান করেছে। এই ক্ষেত্রে, সিমেন্ট ক্লিংকারের পরিমাণ শুধুমাত্র 50% এর মধ্যে সীমাবদ্ধ, যা CO2 নিঃসরণে একটি বড় হ্রাসকে নির্দেশ করবে। IIT-Madras দ্বারা জারি করা একটি সাম্প্রতিক প্রেস রিলিজ অনুসারে, এই প্রতিষ্ঠানগুলির দ্বারা স্থায়িত্ব প্রভাব মূল্যায়ন "সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের তুলনায় প্রায় 40% CO2 নিঃসরণ এবং LC3 উৎপাদনের জন্য প্রায় 20% কম শক্তিকে স্পষ্টভাবে প্রদর্শন করেছে"। ইতিমধ্যে, ভারতে পরিচালিত গবেষণায় দেখা গেছে যে এই সিমেন্ট দিয়ে উৎপাদিত কংক্রিট চমৎকার শক্তি এবং স্থায়িত্ব বৈশিষ্ট্য প্রদর্শন করে। LC3 বা চুনাপাথর ক্যালসাইন্ড ক্লে সিমেন্ট বিদ্যমান সিমেন্ট উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর একটি লাভজনক এবং প্রযুক্তিগতভাবে কার্যকর বিকল্প প্রদান করলেও নির্মাণ শিল্পে জনপ্রিয়তা পেতে কত সময় লাগে সেটাই দেখার।

মুক্তি পেলেন না সাইবাবা

 মুক্তি পেলেন না সাইবাবা



উ.নি.ডে; দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক জিএন সাইবাবা-সহ (GN Saibaba) আরও পাঁচজনের বিরুদ্ধে এনআইএ চার্জশিট দিয়েছিল। ২০১৪ সালে গ্রেফতারের পর ২০১৭ সালে নিম্ন আদালত তাঁদের যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়। তাঁদের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ না থাকায় সম্প্রতি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ তাঁদের নির্দোষ ঘোষণা করে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে যায় এনআইএ। সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দেয়। ফলে জেল থেকে এখনই মুক্তি মিলছে না অধ্যাপক সাইবাবাদের।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

শহীদ স্মরণ: দক্ষিণ ভারতের ভগৎ সিং ভাক্কম আব্দুল কাদির

 

ভারতে আজাদ হিন্দ ফৌজের সর্বপ্রথম অভিযানকারী দক্ষিণ ভারতের ভগৎ সিং ভাক্কম আব্দুল কাদির-এর ফাঁসির ৮০ বছর পূর্তিতে ভারতের স্বাধীনতা ইতিহাসের এই অকুতোভয় বীর সেনানীকে স্মরণ করেছেন- সেখ কামারুল ইসলাম এবং উম্মে কুলসুম।(Remembrance of Indian Freedom Fighter of Azad Hind Fauz, Vakkom Abdul Khadir by Sk. Kamarul Islam & Umme Kulsum )







প্রিয় ভাপা , চিঠিটা পাঠাতে চেয়েছিলাম প্রায় দুই মাস আগে। কিন্তু আমার হৃদয় সেদিন অন্য কিছু চিন্তা দ্বারা সংযত ছিল। এখন আবার অনুপ্রাণিত। আমরা প্রায়শই আমাদের জীবনের যাত্রায় এমন পর্যায়ে আসি যেখানে আমাদের বিপদের মুখোমুখি হতে হয় এবং দুঃখ সহ্য করতে হয়। কখনও কখনও এই ধরনের বিপদ এবং দুঃখ সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। আমাদের খুব কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এ অবস্থায় আল্লাহর কাছে অভিযোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের অধ্যবসায় এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের ধর্ম দয়াময় প্রভুর কাছ থেকে এসেছে। 

প্রিয় পিতা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। পরম করুণাময় আল্লাহ আমাকে শান্তিময় এবং অবিচল হৃদয় দিয়ে আশীর্বাদ করেছেন। আমার এবং আপনার এই অসহায়ত্বে কোনও বচসা বা হতাশা থাকা উচিত নয়। এখানে আল্লাহর ইচ্ছায় সন্তুষ্টির জন্য আত্মত্যাগের উপলক্ষ্য। আমাকে যদি জীবন হারানোর দ্বারা পরীক্ষা করেন , তবে আল্লাহ আপনাকে সন্তান হারানোর ক্ষতি দ্বারা পরীক্ষা করছেন। আল্লাহর কসম, আমি অধৈর্য নই। 

আমার মামলার রায় হয় ১ লা এপ্রিল। ভারতীয় দণ্ডবিধির অধীনে আমাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তার পরে ফাঁসিতে ঝুলানোর দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। একজন ইউরোপীয় বিশেষ বিচারক আনুষ্ঠানিকভাবে হাইকোর্টে আমাদের মামলা পর্যালোচনা করেছেন, নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন এবং মৃত্যুদণ্ড আরোপ করেছেন। এরপর আমাদের আইনজীবীদের তৈরি একটি পিটিশন ভাইসরয়ের কাছে পাঠানো হয়।

প্রিয় পিতা , আমি আপনাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছি। আমার বিনম্র মৃত্যু হবে কাল সকাল ছয়টার আগে। সাহসী হও! হ্যাঁ ! রমজানের ৭ তারিখ শুক্রবার ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে আমি মৃত্যুবরণ করবো। 

শ্রদ্ধেয় বাবা, স্নেহময়ী মা, প্রিয় ভাই ও বোন। তোমাদের বলার মত কোন সান্ত্বনামূলক শব্দ আমার কাছে নেই। আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আবার দেখা হবে রোজ মাহশারায়। আমার জন্য দুঃখ করবেন না। আমার জীবনের শেষ নাটক আর মাত্র কয়েক ঘন্টা দূরে। 

 অবিলম্বে তোমরা  যখন কোন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানবে যে, আমি কত সাহসিকতার সাথে, প্রফুল্লভাবে এবং শান্তিপূর্ণভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছিলাম নিশ্চিতভাবে তখন তোমরা আনন্দ করতে ব্যর্থ হবে না। অবশ্যই গর্বিত হবে।

আমাকে এখন থামতে দাও।

আসসালামু আলাইকুম ।


আমার প্রিয় বনি, 

এখানে আমার শেষ যাত্রার শেষ কথা! আপনাকে আমার অবিরাম ভালবাসা এবং আপনার আন্তরিকতার জন্য আমার হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান গুণাবলী এবং মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমি আপনাকে যা বলব তা কেবল প্রশংসা করা হবে । তবুও আমি কিছু বলার জন্য দুঃখিত।

মনে করবেন না যে একটি ভয়াবহ বিপর্যয় আসছে। এটি পৃথিবীতে ঘটে যাওয়া তুচ্ছ জিনিসগুলির মধ্যে একটি মাত্র। আপনার চোখের সামনে ঘটে যাওয়া অন্যান্য ঘটনার সাথে তুলনা করলে আমাদের মৃত্যু হল আমাদের বিনম্র আত্মত্যাগ। এটা ঠিক যেমন লেখা থেকে একটা শব্দ কেটে ফেলার মতো। 

আমাদের মৃত্যু আরও অনেকের জন্মের পথ সুগম করবে। মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব বিসর্জন দেওয়া ভারতের অগণিত বীর, মহাপ্রাণ সন্তান ইতিমধ্যেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাদের তুলনায় আমরা পূর্ণিমার চাঁদের কাছে নিছকই মোমবাতি। 

 আমরা শুরুতেই আমাদের লক্ষ্যে ব্যর্থ হয়েছি। এটা শুধুই দুর্ভাগ্য যে আমরা কিছুই করতে পারিনি। আপনার ভোগান্তি এবং আমাদের মৃত্যু দেশের কোন উপকার করার একটি সুযোগ এবং একটি ভাল সময় হারিয়েছে তার জন্য অবশ্য আমি ভাগ্যকে অভিশাপ দিতে পারি না। 

আমরা কোন স্বার্থপরতা ছাড়াই আন্তরিকভাবে কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু প্রথম ধাপের কথা ভাবার আগেই আমরা ব্যর্থতার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলাম। 

এটা কোন ব্যাপার না। আমাদের যথেষ্ট সাহস এবং সামনে প্রচুর সময় আছে। আমি নিশ্চিত যে ভারতীয় জাতীয়তাবাদী দল এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী দলের মধ্যে ফাইনাল খেলায় আমরাই গোল করব। স্বাধীন ভারতে মুক্ত মায়ের সন্তান হিসাবে আপনি মাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে পারবেন! এ সম্পর্কে আর আমার বিশেষ কিছু বলবার নেই। আমাদের জন্য চিন্তার দ্বারা আপনাকে আঘাত করতে দেবেন না। 

আমরা যে অঙ্গীকার নিয়েছি তা মনে রাখবেন। দ্বিধান্বিত না হয়ে দায়িত্ব পালন করুন। এটাই মানুষের কর্তব্য। একেই আমরা ধর্ম বলি। ব্যর্থতায় সাফল্যের শুরু। অশেষ শুভকামনা রইল। আমি বিশ্বাস করি যে আমি প্রায়শই যা বলেছি তা আপনি ভুলে যাবেন না।

 -কাদির স্বাক্ষর


উচ্চ মূল্যবোধ এবং অপরিমেয় দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটানো এই দুটি চিঠিকে ইতিহাসের কাছে পরবর্তী প্রজন্মের শিক্ষা ও স্মরণের উপকরণ হিসেবে জমা দেওয়ার পর পরদিন সকালে তিনি দৃঢ়তার সাথে ফাঁসির মঞ্চে চলে যান।

সেপ্টেম্বর ১০, ১৯৪৩ ভাক্কম আব্দুল কাদির কোনো দ্বিধা ছাড়াই ফাঁসির মঞ্চের দিকে সেদিন এগিয়ে যান । আগের রাতে বাবাকে ও সংগ্রাম সাথী আজাদ হিন্দ সেনানী বনিফেস পেরেইরা-র কাছে যে অগ্নিগর্ভ চিঠি অর্পণ করেছিলেন এবং তাতে তার সাগরের মতো বিখ্যাত তার অসীম দেশপ্রেমের রেখাগুলো ইতিহাসে ছড়িয়ে পড়েছিল। তবুও এটি একটি দুঃখজনক দুর্দান্ত সত্য, যে ওয়াক্কাম আবদুল কাদির সম্পর্কে বা তার সাথে ফাঁসি হওয়া মুক্তিযোদ্ধাদের কোনও ইতিহাস আজ  বিশেষ আর প্রচারিত হয় না। ওয়াক্কাম আব্দুল খাদেরের উপর মালায়ালমে একটি ছোট বইয়ের কথা শুনলেও কখনও হাতে পাইনি।  বইটি বাজারে এখন পাওয়া যায় কিনা তাও নিশ্চিত নই।

ভাক্কাম আব্দুল কাদিরের জীবন আজাদ হিন্দ ফৌজ  তথা ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়। তবুও সেই ঘটনাবহুল জীবনের ইতিহাস ভারতের স্বাধীনতার পঁচাত্তরে বীর মুক্তিযোদ্ধার শাহাদাতের আশি বছর পরেও আমাদের প্রশ্নবিদ্ধ করে। একটি জাতির উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবার একটি চালিকা শক্তি হল সে জাতির ইতিহাস। যে মানবসমাজ তার ইতিহাসকে গুরুত্ব দেয় না তারা অপরিণত ও সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা একটি জাতি। সে জাতি অচিরেই হারায় তার গৌরব। যে জাতি জানে না যে তারা কোন পথে এসেছিল তারা জানবে না কোন পথে তাদের যেতে হবে। এটা খুবই লজ্জার বিষয় যে ভাক্কম আব্দুল কাদির , যিনি আমাদের দেশের জন্য শহীদ হয়েছিলেন এমন একজন বিরল বীর সম্পর্কে জানার জন্য বিশেষ উপকরণ আজকের ইতিহাসের ছাত্রদের চারপাশে নেই। তাই তার ফাঁসির ৮০বছরে আমাদের এই কলম তুলে ধরা। দেশে লক্ষ লক্ষ ইতিহাসের শিক্ষক, গবেষক আছেন। অন্তত তাদের সম্মিলিত প্রয়োজন এই কাজের জন্য প্রস্তুত হওয়া। অন্তত তাদের নতুন প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে যে ওয়াকুম আবদুল কাদির ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর ও কিংবদন্তি অধ্যায়। ১৯৪৩-র ৯ সেপ্টেম্বর রাতে ফাঁসির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ভাক্কম আব্দুল কাদির তার বাবা ও বন্ধু বনিফেসকে দুটি চিঠি লেখেন। মালায়ালামে লেখা সম্পূর্ণ চিঠি দুটি প্রথমেই আমরা বাংলায় পাঠকের সামনে তুলে ধরেছি।

সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন থেকে দেশমাতৃকার মুক্তির জন্য সদ্য গঠিত আইএনএ-র সর্বপ্রথম গোপন ভারত অভিযানের পাঁচ সদস্য দলের নেতৃত্বে ছিলেন ভাক্কম আব্দুল কাদির। এই গোপন অভিযানের জন্য ১৮ই সেপ্টেম্বর ১৯৪২ রাত দশটার পরে ভাক্কাম কাদিরসহ পাঁচজন ব্যক্তি মালয়েশিয়ার পেনাং বন্দর থেকে একটি জাপানি সাবমেরিনে ভারতের উদ্দেশ্যে রওনা হন। তাদের মস্তিষ্কে সর্বদা জাগ্রত ছিল পেনাং-এর ইণ্ডিয়ান স্বরাজ ইনস্টিটিউট বা আইএসআইয়ের প্রধান ব্যারিস্টার এন. রাঘবন স্যারের বাণী- "আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের মতো নয়, প্রয়োজনে সাহসীর মতো প্রাণ উৎসর্গ করবে"।

১৮ই সেপ্টেম্বর যাত্রা শুরুর ৯দিন ভয়ঙ্কর  সমুদ্রযাত্রায় অশেষ ত্যাগ, কষ্টসহ্য করার পর তারা কেরালার উপকূলে পৌঁছায়। কোঝিকোড়ের কাছে তানূরের সমুদ্রতীর থেকে প্রায় ৫ মাইল দূরে একটি রাবারের নৌকায় তাদের চাপিয়ে সমুদ্র পর্যবেক্ষণ ও ব্রিটিশ যুদ্ধ জাহাজ শিকারের জন্য বেরোনো জাপানি সাবমেরিনটি ফিরে গেল। তারা তীরের দিকে পৌঁছাতে একপ্রকার সাঁতার কাটতে লাগলো। খাদ্যের অপ্রতুলতা, সমুদ্র যাত্রার ক্লান্তি, অসুস্থতা, পেট খারাপ, বমি, বিপদসঙ্কুল সমুদ্রযাত্রায় মুহুর্মুহু টেউয়ের আঘাত ইত্যাদি এবং সেজন্য ঔষধের প্রকোপে এই অভিযাত্রী দল শারীরিক ভাবে খানিকটা খারাপ অবস্থায় থাকলেও তারা মানসিক ভাবে দেশমুক্তির জন্য উদগ্রীব এবং সতেজ ছিল। ব্রিটিশদের যুদ্ধ জাহাজ এড়াতে সাবমেরিনটিকে বারবার গভীর সমুদ্রে ডুব দিতে হচ্ছিল। ফলে এই আজাদ হিন্দ সেনানীদের অবস্থা কাহিল হয়ে পড়ছিল। 

বাল্যকাল

আবদুল খাদের ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক তাজা ​​ফুল। একজন চমৎকার গায়ক, শিল্প ও খেলাধুলায় অসাধারণ প্রতিভাবান, সপ্রভিত,  বলিষ্ঠ কন্ঠস্বর এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কাদির শিক্ষাজীবনে স্কুলের নায়ক ছিলেন। 

'দক্ষিণ ভারতের ভগৎ সিং' ভাক্কম আব্দুল কাদিরের জন্ম ২৫শে মে ১৯১৭। চিরায়িনকিঝু তালুকের ডাক্কাম গ্রামে পিতা ভাভাকুঞ্জ ও মাতা উম্মাসালেমার এক দুষ্টমিষ্টি ছেলে। তিনি শৈশবে একটি স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে শ্রী নারায়ণ গুরু দ্বারা প্রতিষ্ঠিত শ্রী নারায়ণ ভিলাস হাই স্কুলে তার মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তার প্রাথমিক শিক্ষাবস্থায় সে সময়ে ওয়াকাটে একটি সাম্প্রদায়িক দাঙ্গা কাদিরকে গভীরভাবে আহত করেছিল এবং কাদির ভাবতেন কীভাবে একটি তুচ্ছ স্ফুলিঙ্গ ধ্বংসের বীজ বপন করে সর্বনাশ ঘটাতে পারে। ছোটবেলায় রক্ষণশীলতা ও সাম্প্রদায়িক উন্মত্ততার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র আব্দুল কাদির ছিলেন বিভিন্ন জাতের সকল শ্রেণীর মানুষের বন্ধু। শৈশবেই তিনি স্কুলে সবার কাছে সত্যিকার একজন নায়ক রূপে প্রসিদ্ধি লাভ করেন। তিনি ছিলেন এলাকার একজন নামকরা ফুটবলার। অন্যান্য খেলাধূলাতেও ছিলেন সমান পারদর্শী। তিনি যেমন একাধারে ভালো গান গাইতেন তেমনি আবার পারফরমিং আর্টেও ছিলেন দক্ষ। একই সময়ে, তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং তার দেশপ্রেমের উত্তেজনাপূর্ণ বিপ্লবী গানগুলো জনগনকে দেশপ্রেমে উজ্জীবিত করে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ করতো। একজন ছাত্র হিসাবে, কাদির সেই সময়ে চিরায়িংকিজ এবং এর আশেপাশে অনুষ্ঠিত স্বাধীনতা সংগ্রামের সমস্ত সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ১৯৩৮ সালে মেট্রিক পাশ করার আগেই রাজ্য কংগ্রেস নেতাদের জনসভায় যোগ দেওয়া কাদিরের নিয়মিত রুটিন ছিল। সেই সময়ে যখন মহাত্মা গান্ধী কেরলে এসেছিলেন, যখন গান্ধীর ট্রেনটি কাটাকাভুর রেলস্টেশনে থামলে এলাকা ভ্রমণ করছিলেন, বিশাল জনতার মধ্যে থেকে কাদির সে সময় গান্ধীজীকে মালা পরিয়ে বরণ করেছিলেন এবং তার হাতে চুমু খেয়েছিলেন। একজন নবীন তরুণের এ ঘটনায় এলাকাবাসী সেদিন গর্বিত হয়েছিল। 

প্রবাসে

তখনকার দিনে কেরালার চিরায়িনকিঝু, কাডাক্বাত্তুর, ভাক্কাম, কিলিমানুর, আত্তাল, পারাভুর ইত্যাদি জায়গা থেকে কাজের সন্ধানে যুবকেরা মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি জায়গায় যেতেন। স্বাভাবিকভাবেই বাবা-মা কাদিরকে মালয়েশিয়ায় পাঠাতে চেয়েছিলেন তাকে পরিবারের অর্থনৈতিক দায়িত্বের সমর্থক করে তুলতে। তাই কাদির 1938 সালে একুশে বছর বয়েসে কাজের সন্ধানে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। সেখানে কিছুদিন গণপূর্ত বিভাগের প্রকৌশল বিভাগে সার্ভেয়ার হিসেবে চাকরি করেন। কিন্তু বিপ্লবী কাদির  এভাবে বেশিদিন চলতে পারেন নি। মালয়েশিয়ায় কর্মী হিসেবে বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চেতনা কাদিরের মনকে বরাবরই নাড়া দিয়েছে। মালয়ের অন্যান্য প্রবাসী অগ্রণী ভারতীয়দের সাথে যোগ দিয়ে ইণ্ডিয়ান ইণ্ডিপেন্ডেন্স লীগের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সেখানকার সমস্ত ভারতীয়দের সংগঠিত ও সংঘবদ্ধ করে গড়ে তোলার কাজ শুরু করেন। পরে আইএনএ গঠন হলে তিনি ভারতের জাতীয় সেনাবাহিনীতে প্রত্যক্ষ সংগ্রামের পথে নামেন।  এভাবেই খাদের পরবর্তীকালের সুভাষ চন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দেন।

রাসবিহারী বোস ২৮-৩০ মার্চ ১৯৪২-এ টোকিওতে প্রবাসী ভারতীয়দের একটি সম্মেলন আহ্বান করেন, যেখানে ইণ্ডিয়ান ইণ্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে রাসবিহারীকে একটি জনসভার সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল যেখানে অল-মালয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের ঘোষণা হয়।  লীগের নেতৃত্বে ছিলেন নেদিয়াম রাঘবন। এই সম্মেলনে, রাসবিহারী ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র সেনাবাহিনী গঠনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন। এপ্রিল ১৯৪২ তে- বিদাদরী রেজোলিউশনের মাধ্যমে ক্যাপ্টেন মোহন সিং আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠনের ঘোষণা দেন। এই রেজ্যুলেশনে বলা হয়- "ভারতীয়রা জাত, সম্প্রদায় বা ধর্মের সমস্ত পার্থক্যের ঊর্ধ্বে দাঁড়িয়েছে। স্বাধীনতা প্রত্যেক ভারতীয়ের জন্মগত অধিকার। স্বাধীনতার জন্য লড়াই করতে একটি ভারতীয় জাতীয় সেনাবাহিনী গড়ে তোলা হবে"। এই ঘোষণার পরপরই ৯ মে, সিং আইএনএ-র জন্য নিয়োগ শুরু করেন। ২২শে জুন ১৯৪২ তারিখে ব্যাঙ্কক ইণ্ডিয়ান ইণ্ডিপেন্ডেন্স লীগের দ্বিতীয় সম্মেলনে নেতাজীকে আমন্ত্রণ করে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাঙ্কক রেজ্যুলেশনে INAকে Indian Independence Leagueর অধীনে করা হয়। লীগ সেখানকার ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন খুঁজে পেয়েছিল;  আগস্টের শেষে এর সদস্য সংখ্যা এক লক্ষের কাছাকাছি বলে অনুমান করা হয়। এরই সঙ্গে লীগ স্থানীয় ভারতীয় জনগণের অবস্থার উন্নতির জন্যও প্রচেষ্টা গ্রহণ করে। জাপানের আই-কিকান এবং লীগ, গোয়েন্দা ও বিদ্রোহমূলক কর্মকাণ্ডের জন্য বেশ কিছু আইএনএ সৈন্য নিয়োগ করে এবং মালয় থেকে আসা বেসামরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া শুরু করে। রাঘবনের নির্দেশনায় সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয় স্বরাজ ইনস্টিটিউট। এই স্কুলগুলি থেকে স্নাতকদের সাবমেরিনে বা প্যারাশুটে ভারতে পাঠানো হত গোয়েন্দা কাজ, নাশকতা এবং নাশকতামূলক কার্যকলাপ শুরু করার জন্য।

আইএসআই-তে প্রশিক্ষণ-

পেনাংয়ে শুরু হওয়া স্বরাজ ইনস্টিটিউট-এ আত্মঘাতী দলে যোগ দিতে এগিয়ে এসেছিলেন হাজার হাজার দেশভিমানি ভারতীয়। তবে তীব্র সাক্ষাৎকার ও প্রশিক্ষণের পর প্রথম ব্যাচে নির্বাচিত হলেন মাত্র ৩৩ জন। এর থেকে ২০ জনকে চারটি দলের ভাগ করে পরে ভারতে গোপন অভিযানে পাঠানো হয় । আইএনএ সেন্যদের জন্য গঠন করা স্বরাজ ইনস্টিটিউটে কাদির একজন উজ্জ্বল যোদ্ধায় পরিনত হন এবং দলের কৌশলগত শাখার দায়িত্বে নিযুক্ত হন। তার প্রশিক্ষণ শেষ করার পর, ভাক্কাম আবদুল কাদির সবচেয়ে সাহসী দলের মূল ইউনিট ডেথ স্কোয়াডে বিশেষ বিশিষ্টতা অর্জন করেন। ব্রিটিশ শাসন ভাঙতে গোপন অভিযানের জন্য আইএনএ নিযুক্ত পাঁচ সদস্যের দলের প্রধান হিসেবে ভারতে আসেন তিনি।

আইএনএ-র সর্বপ্রথম ভারত অভিযান-

জাপানি সাবমেরিনে ভারত মহাসাগরের জলের নীচে বিচরণকারী ৫ জন ভারতীয়র কাছে ১০ টাকার নোটে ৫০০ টাকা ছিল । মালয়েশিয়ায় দীর্ঘ প্রবাসের পর, কালিকটের কাছে তনুর উপকূলের দিকে তাদের লক্ষ্য স্থির ছিল। বহুদিন পর তারা তাদের প্রিয় মাতৃভূমির উপকূলের দিকে যাচ্ছিল তাই আনন্দে তাদের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছিল। সামুদ্রিক অসুস্থতার জন্য ঔষধ খেয়ে এবং ইউ বোটটি ব্রিটিশদের জাহাজ এড়াতে সমুদ্রে অনেক গভীরে বারবার ডুব দেয়া সত্ত্বেও ছেলেরা তখনও ভালো অবস্থায় ছিল।  সুইমিং পুলে তারা যে সামান্য প্রশিক্ষণ পেয়েছিলেন তা সাহায্য করেছিল, কিন্তু তারা ভারতীয় উপকূল ছেড়ে চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে এবং পাঁচজনই অনিশ্চিত ছিল যে তারা উপকূলে পৌঁছে কী পরিস্থিতিতে পড়বে... 

ভারতীয় এই মুক্তিযোদ্ধাদের তখনকার দিনগুলি পুনরুদ্ধার করা খুব একটা সহজ ব্যাপার নয়। এবং তাদের রেখে যাওয়া চিঠিপত্র, টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবনের গল্প, আইআইএল থেকে আইএনএ-র বিবর্তন ইত্যাদি খুব সহজ নয় বরং তা বেশ কষ্টসাধ্য। আইএনএ-র একেবারে শুরুতে প্রথম একটি প্রশিক্ষিত দলের এই কর্মের, এই অভিযানের ভুলে যাওয়া গল্পটি যারা শুধুমাত্র নেতাজীর পরবর্তীকালের অভিযানগুলো পড়েছেন, শুনেছেন তাদের কাছে আকর্ষণীয় হতে পারে। কুমারন নায়ার, রাঘবন এবং কাদিরের মতো লোকদের গল্প অযত্নে পথের ধারে পড়ে থাকে কখনও সেভাবে মানুষের কাছে পৌঁছানো হয় নি। অথচ তারা আইএনএ-র শুরুর দিনগুলোতে লক্ষ লক্ষ দেশপ্রেমিকের প্রেরোনাদাতা হিসেবে কাজ করেছিলেন। স্বাধীনতার ইতিহাসে তারা গৌরবজনক দৃষ্টান্ত রেখেছিলেন। রাঘবনের উপদেশে কাদির ইণ্ডিয়ান ইণ্ডিপেন্ডেন্স লীগে যোগদান করেন এবং পরবর্তীতে তাকে যেতে দেখি পেনাং-এ ইণ্ডিয়ান স্বরাজ ইনস্টিটিউটের প্রশিক্ষণে।

 এন রাঘবন ৩রা আগষ্ট, ১৯৪২ পেনাংয়ের গ্রীন লাইন রোডে ফ্রি স্কুল বিল্ডিংয়ে (বর্তমানে রাষ্ট্রীয় জাদুঘর) হিন্দ স্বরাজ বিদ্যালয় (ভারতীয় স্বরাজ ইনস্টিটিউট) বা নাকানো গাক্কো নামে পরিচিত একটি স্কুলের দায়িত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন। গোয়েন্দাগিরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, ফটোগ্রাফি, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং জরিপ করার জন্য ভারতীয় বংশোদ্ভূত লোকদের জন্য ক্র্যাশ কোর্স প্রদানের জন্য স্কুলটি গঠিত হয়েছিল। এর মাধ্যমে একটি পঞ্চম কলাম তৈরি করে ভারতে পাঠানোর উদ্দেশ্য ছিল। রাঘবন তার স্বরাজ ইনস্টিটিউট শুরু করেছিলেন যেখানে তরুণ ভারতীয়দের গুপ্তচর নৈপুণ্যে প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন চিঠি খোলা, ফোনে ট্যাপ করা, গোপন কালি তৈরি করা, নথি জাল করা ইত্যাদি। পাঠ্যক্রমে ইতিহাস, ভূগোল, বিপ্লব, জাতীয়তাবাদ, ব্রিটিশ অধিগ্রহণ, প্রাথমিক চিকিৎসা, শারীরিক ও সামরিক প্রশিক্ষণ ইত্যাদি বিষয়  প্রশিক্ষক কেনেকো, দাল্লাল, আলগাপ্পান, রাঘবন, কানেকো এবং ইচিউন্না দ্বারা দেওয়া হয়েছিল।  টিপি কুমারন নায়ার ড্রিল প্রশিক্ষক হিসাবে কাজ করেছিলেন।

বলাই বাহুল্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে চলা এই পরিস্থিতিতে মালয় এবং রেঙ্গুনে ব্রিটিশদেরও চোখ-কান ছিল, কারণ কী ঘটছে তা তারাও বেশ কিছুটা জানত।

প্রশিক্ষণ শেষে জাপানি সেনানায়ক ইওয়াকুরোর সাহায্যে সাবমেরিন এবং স্থলপথে এই আইএসআই-র প্রথম ব্যাচকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।  আনন্দন, কাদির, আব্দুল গনি, ইপেন এবং জর্জের সমন্বয়ে গঠিত প্রথম দলটি ২৬শে সেপ্টেম্বর ১৯৪২-এ পেনাং থেকে যাত্রা শুরু করেছিল এবং কালিকটের কাছে তানুরের উদ্দেশ্যে তারা গন্তব্য স্থির করেছিল।  দ্বিতীয় দল বনিফিস, বর্ধন, ডিক্রুজ, মামেন এবং বালাকৃষ্ণান নায়ারসহ ২৭শে সেপ্টেম্বর ১৯৪২-এ পেনাং ত্যাগ করে এবং গুজরাট উপকূলে ওখামাদির কাছে তাদের নামিয়ে দেওয়া হয়।

প্রথম ব্যাচের প্রথম দলটি নয় দিনের ভয়ঙ্কর এবং দুঃসাহসিক ডুবো অভিজ্ঞতা এবং কঠোর ত্যাগের পর তিনি মালাবারের তনুরের তীরে পৌঁছেছিলেন।  কাদিরকে বহনকারী সাবমেরিন এবং দলটি ২৭ তারিখ সন্ধ্যায় কালিকট উপকূলে পৌঁছেছিল।  উপকূলে টহলরত RAF প্লেনের কারণে সাবমেরিনটি তীরের কাছে ভীড়তে পারেনি। অপেক্ষা করে  ২৮ তারিখের ভোরের প্রথম দিকে তাদের তীরে দেখা যায়। উপকূলীয় তানূর শহরের মোপলারা পার্বনের কারনে তখন বহুলোক জেগেছিল ও সতর্ক ছিল। আব্দুল কাদির তার সঙ্গীসাথীসহ রাবারের ডিঙি করে তীরে এসে পৌঁছায়। তীরে নেমে আব্দুল কাদির মোপলা নেতাদের সাথে দেখা করলেন। তাদের দুই ভাইয়ের কাছ থেকে থাকার মতো একটি জায়গার নিশ্চয়তা পান। কাদির তাদের দুই ভাইকে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে রাজি করার চেষ্টা চালিয়ে যান। কিন্তু রাতের বেলা গ্রামবাসীরা পেনাং থেকে আসা আইএনএ-র বিপ্লবীদের খবর কালিকট পুলিশকে দিয়ে দেয়। আইএনএ-র আইএসআই-র স্বল্পদৈর্ঘ্যের প্রশিক্ষণ শেষে প্রথম দুটি ব্যাচ সাবমেরিন দ্বারা পশ্চিম উপকূলে, পরের দুটি বার্মা সীমান্ত দিয়ে স্থলপথে পাঠানো হয়েছিল। এই চারটি দলের প্রত্যেককেই ওৎ পেতে থাকা ব্রিটিশরা গ্রেফতার করেছিল। কারন ব্রিটিশরা এদের ব্যাপারে সমস্ত জায়গায় খবর সংগ্রহের জন্য লোক ছেড়ে রাখতো।

বিচার

দলের সঙ্গে আব্দুল কাদির অবিলম্বে পুলিশের হাতে গ্রেফতার হন এবং পরে ব্রিটিশ সেনাবাহিনী তাকে মাদ্রাজের সেন্ট জর্জ ফোর্ট জেলে বন্দী করেন।  একটি সামরিক আদালত তাদের বিচার করে এবং তাকে ফাঁসিতে ঝোলানোর দণ্ডাদেশ দেয়।  তাই ১৯৪৩ সালের ১০ সেপ্টেম্বর কাদির ও তার দলকে ফাঁসি দেওয়া হয়।  ভারতীয় স্বাধীনতা সংগ্রামে রূপালী নক্ষত্রের মতো জ্বলে ওঠা ভাক্কাম কাদির দেশপ্রেমের গর্বিত উদাহরণ হিসেবে ভারতের মানুষের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবেন। 

ধরা পরার আট দিন পর আটই অক্টোবর তাদের হাত-পা শিকলে বেঁধে বিশেষ ট্রেনে করে মাদ্রাজে আনা হয়। ধৃত অন্যান্য আইএনএস-র সেনানীদেরও মাদ্রাজের সেন্ট জর্জ ফোর্টে নিয়ে আসা হয়।  অন্ধকার, নির্জন কারাগারে অবর্ণনীয় অবস্থায় তাদের রাখা হয়েছিল। সারাদিনের মধ্যে শুধুমাত্র সকালে একবারই দরজা খুলতো টয়লেটে যাওয়ার জন্য। আশ্চর্যের বিষয় হল যে, সুইসাইড স্কোয়াডের ৪ গ্রুপের ২০ সদস্যকে ভারতের বিভিন্ন অংশে আটক করে সেন্ট জর্জ ফোর্টে একই জায়গায় বন্দি করে রাখা হয়েছিলো। আইএনএ কয়েদিদের সেন্ট জর্জ ফোর্ট থেকে সেন্ট্রাল জেলে পাঠানো হয় ১৭ই জানুয়ারি, ১৯৪৩ সালে। এই কারাগারটি 'মাদ্রাস পেনিটন শেরি' নামে পরিচিত ছিল। আইএনএ কয়েদিরা 'আমাদের মুক্তি দাও অথবা বিচারের মুখোমুখি করো' এর দাবিতে সেখানে অনশন শুরু করে। ব্রিটিশ সরকার দ্বারা গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক মামলা মোকাবিলার জন্য জারি করা শত্রু এজেন্টস অর্ডিন্যান্স নং ১,  সেপ্টেম্বর ০২, ১৯৩৯ থেকে কার্যকর হয়। এই আইন অনুযায়ী গঠিত বিশেষ আদালতে গোপনভাবে তাদের বিচার চলতে থাকে। 

১৯৪৩ সালের এপ্রিলে মাদ্রাজে তাদের প্রথম বিচারের তত্ত্বাবধানে ছিলেন বিচারক এলমার ই ম্যাক। কাদিরের দলের একজন কারাগারে ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে না পেরে রাজসাক্ষী হয়েছিলেন এবং পুরো অপারেশনের সম্পূর্ণ বিবরণ ব্রিটিশদের সরবরাহ করেছিলেন।  সে ছিল তেলিচেরি থেকে কেপি বালাকৃষ্ণান নায়ার (বালন) নামে মালাবার বাসিন্দা যিনি ২য় দলের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাজসাক্ষী হওয়ার জন্য ৬ই জানুয়ারী ১৯৪৩ কালিকট আদালতে ছাড় পান। ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে ক্ষমা পেয়েছিলেন। তিনি কর্তৃপক্ষের কাছে তার দলের ৩৩ জন সাথীর নাম ঘোষণা করেছিলেন এবং রাঘবনের আইএসআই-র সম্পূর্ণ কাজের রূপরেখা তাদের জানিয়ে দেন।  তিনিই একমাত্র ব্যক্তি যিনি তার আসল নাম বলেছিলেন।  বালান ব্রিটিশদেরকে  আইএসআই, পেনাংয়ে কাটানো দিনগুলি এবং প্রশিক্ষণের ২৭ দিনের একটি স্পষ্ট বিবরণ দিয়েছিলেন। তিনি ব্রিটিশদের জানান যে, তাদের বিভিন্ন দলে ভাগ করার পরে, তাদেরকে টাইপলিখিত নির্দেশাবলী এবং অর্থ দেওয়া হয়েছিল।  তাদের বিভিন্ন দলে ভাগ হয়ে ব্রিটিশ সৈন্যদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানার এবং মীনাক্ষী মন্দির বা তাজমহলের মতো পূর্বনির্ধারিত স্থানে তাদের অংশীদারদের সাথে দেখা করার নির্দেশ ছিলো। বালান অন্য সবাইকে জানত এবং সে তার স্বীকারোক্তিতে তাদের সকলের সমস্ত বিবরণ দিয়েছিল। 

চাকরীর সন্ধানে মালয় পাঠানোর সাড়ে চার বছর পর ছেলেকে দেখতে মাদ্রাজ সেন্ট্রাল কারাগারে আব্দুল কাদিরের বাবা পৌঁছালে, কান্নায় ফেটে পড়া বাবার প্রতি তিনি সদর্পে বললেন, 'মাতৃভূমির স্বাধীনতার জন্য যে কোন আত্মত্যাগ করতে আমি প্রস্তুত; আমি কখনোই ইংরেজদের দাসত্ব চাই না'  । ৮ মার্চ কেন্দ্রীয় কারাগারের একটি হল সেদিন গোপন আদালত হয়ে ওঠে। অভিযুক্তদের পক্ষে উপস্থিত হলেন বিশিষ্ট আইনজীবীরা। আদালত রায় দিয়েছে যে ভক্কাম কাদির, অনন্তন নায়ার, বর্ধন, বনিফিস এবং ফৌজা সিংকে দোষী সাব্যক্ত করে। সেসময় ভারতে পাশ হওয়া শত্রু অস্ত্র আইনের আইপিসি ১২১এ ধারা অনুযায়ী পাঁচ বছরের কঠিন কারাদণ্ডের পর তাদের ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিলো। শুধুমাত্র ১৯৪৬ সালের জানুয়ারিতে অপরাধ প্রমাণ করতে না পারা অন্য আসামীরা মুক্তি পায়। 

নির্মম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও কাদির আইএনএ-এর গোপনীয়তা প্রকাশ করেননি। এক বছরের কারাদণ্ড পূর্ণ করার পর, ভাক্কম আবদুল কাদিরকে ব্রিটিশ সামরিক আদালত বিচার করে এবং মৃত্যুদণ্ড দেয়। তাই ১৯৪৩ সালের ১০ সেপ্টেম্বর ওয়াক্কাম আবদুল কাদির এবং তার দলকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরে মামলাটি আপিলের জন্য যায়, যেখানে ভি রাজাগোপালচারী কাদিরের পক্ষে যুক্তি দেন। আপিলটি ভিত্তিহীন হওয়ায় প্রত্যাখ্যান করা হয় এবং গভর্নর জেনারেলের কাছে আরও একটি আপিলও ব্যর্থ হয়। দোষী পাঁচজনকে ১৯৪৩ সালের ১০সেপ্টেম্বর ফাঁসি দেওয়া হয়েছিল।

এমন পারিস্থিতিতে যেখানে ইচ্ছা করলে সুপারিশ এবং ক্ষমার আবেদনের মাধ্যমে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাওয়া যেতে পারতো। কিন্তু সাহসী মানুষটিকে যখন ফাঁসিতে ঝোলানো হয়, তখন তার বয়স ছিল মাত্র ২৬ বছর। ১৯৪৩ সালের ২১শে অক্টোবর স্টেটসম্যান রিপোর্ট করে যে অনুপ্রবেশকারী জাপ এজেন্টরা তানুরের গ্রামবাসীদের দ্বারা ব্যর্থ হয়েছিল। এর পরে স্বরাষ্ট্র সচিব জেএ থর্নকে প্রশ্ন করা হয়েছিল তিনি কিছু অস্পষ্ট উত্তর দিয়ে এড়িয়ে গিয়েছিলেন। 

 ১৯৪৩ সালের ১০ সেপ্টেম্বর ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কাদির দুটি চিঠি লিখেছিলেন। তার সবচেয়ে প্রিয় বন্ধু বনিফিসের জন্য একটি। অন্যটি পরিবারের জন্য। বনিফেসকে দেওয়া চিঠিটি দুজনের ঘরের মধ্যকার ময়লার একটি গর্তের মাধ্যমে হস্তান্তর করা হয়।

চিঠিটি আমাদের শিক্ষা দেয় যে ভাক্কম আব্দুল কাদির মাতৃভূমির প্রিয় পুত্র, একজন সাহসী বিপ্লবী, একজন আশাবাদী, একজন স্বাধীনতা সংগ্রামী, একজন দার্শনিক এবং একজন কাব্যিক হৃদয়ের অসাধারণ মানুষ ছিলেন যিনি তার মৃত্যুর কাছে কখনও মাথা নত করেন নি। মাত্র ২৬ বছর বয়সী এই সাহসী দেশপ্রেমিককে ফাঁসির আগে ইংরেজরা  তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করলে আব্দুল কাদির দাবি করলেন, 'হিন্দু-মুসলিম জোটের প্রতীক হিসেবে আমার সাথে একজন হিন্দু বিপ্লবীকে ফাঁসি দেওয়া হোক।" এভাবে কাদির ও অনন্তন নায়ারকে একই মঞ্চে একই সময়ে পাশাপাশি প্রথমে ফাঁসি দেওয়া হয় । এরপর ২৪ বছর বয়সী ফৌজা সিং নামের পাঞ্জাবী যুবক এবং সত্যেন্দ্র চন্দ্র বর্ধণ নামের ২৬ বছর বয়সী বাঙালি যুবককে একসাথে ফাঁসি দেওয়া হয়। হাসিমুখে ফাঁসির দিকে হাঁটতে গিয়ে মুখরিত হয়ে ওঠে জেলের ভিতর তাদের স্লোগান- 'ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত যাক'। সেপ্টেম্বর ১০, ১৯৪৩ রমজান মাসের সপ্তম দিন শুক্রবার শহীদ হন সেই বীর দেশপ্রেমিকরা ।


আব্দুল কাদিরের ফাঁসির এক মাস পর চিঠি পেলেন তার বাপ্পা।




সোমবার, ২২ আগস্ট, ২০২২

গনধর্ষণ ও গনহত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামি বিনা শর্তে মুক্তি পেলো গুজরাটে

 গনধর্ষণ ও গনহত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামি বিনা শর্তে মুক্তি পেলো গুজরাটে-

11 convicts sentenced to life in gang-rape and genocide released unconditionally in Gujarat-

বিভিন্ন প্রান্তে দেশের বিশিষ্ট প্রতিবাদী মানুষেরা যখন বিনা কারনে জেলে পচছে তখন মানুষের ইতিহাসের এই জঘন্য অপরাধীদের মুক্তি বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। সামাজিক মাধ্যম ও যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। প্রায় ৬০০০ সাধারণ নাগরিক, ভিত্তি স্তরের কর্মী, নারী মানবাধিকার কর্মী, শান্তি, ধর্মনিরপেক্ষতা, জাতপাতবিরোধী, অন্যান্য অক্ষমতা,  কুয়ার রাইটস এবং অন্যান্য জনগণের আন্দোলন গোষ্ঠীর বিভিন্ন স্তরের মানুষ এবং কর্মী, বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ, পণ্ডিত, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক এবং প্রাক্তন আমলা এবং আরও অনেকে গণধর্ষণ ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জন আসামির মুক্তিতে তাদের বিষ্ময় ও আতঙ্ক প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে- গণধর্ষণ ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনের সাজা মকুব করার বিষয়টি দেশের প্রত্যেকটি ধর্ষণের শিকার নারীদের উপর একটি ভয়াবহ প্রভাব ফেলবে, যাদের বারবার বলা হয় 'ব্যবস্থার প্রতি আস্থা রাখতে', 'বিচার চাইতে' এবং 'বিশ্বাস রাখতে'। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে-"স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যেদিন সকালে দেশের প্রধানমন্ত্রী নারীর অধিকার, মর্যাদা ও নারীর শক্তি নিয়ে কথা বলেন। ঠিক সেদিনই বিকেলে বিল্কিস বানো, যিনি ন্যায়বিচারের জন্য দীর্ঘ ও কঠিন সংগ্রামে 'নারী শক্তি'র অনন্য নজির সৃষ্টি করেছেন, তিনি জানতে পেরেছিলেন যে, যারা তার পরিবারকে হত্যা করেছিল, তার ৩ বছরের মেয়েটিকে হত্যা করেছিল, তাকে ধর্ষণ করে তাকে মৃত ভেবে ছেড়ে দিয়েছিল, তারা মুক্তি পেয়ে গেছে।"








সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র স্বাধীনতা দিবস পালন ও পুস্তক প্রকাশ অনুষ্ঠান

 স্বেচ্ছাসেবী সংস্থা উস্ওয়া-র স্বাধীনতা দিবস পালন ও পুস্তক প্রকাশ অনুষ্ঠান




উ.নি.ডে; হাওড়া হাটুড়িয়া ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, উস্ওয়া-র পক্ষ থেকে উস্ওয়া ইনস্টিটিউট প্রাঙ্গণে আজ স্বাধীনতা দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি, স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা ইত্যাদির সঙ্গে আজ বিশিষ্ট জনের উপস্থিতিতে প্রকাশিত হলো বিশিষ্ট কবি সেখ মইদুল আলি ও সেখ কামারুল ইসলামের নতুন স্বাদের  যৌথ কাব্যগ্রন্থ 'জোড়া বাণ্ডিল'।









 


স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ চিত্র- ঘুড়ির উড়ান

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ চিত্র- ঘুড়ির উড়ান

(Google's Special Image on Indian Independence Day - Kite Flying)





Editors

USWA EXPRESS 

জলে জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের

 জলে জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের-  

 রাজস্থানের সুরানা গ্রামে পিপাসায় কাতর এক দলিত ছাত্র স্কুলের জল পানের পাত্র স্পর্শ করলে   স্কুল শিক্ষক চালি সিং তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্বাধীনতার পঁচাত্তরের এই মাহেন্দ্রক্ষণে এ ঘটনায় হতবাক সুশীল সমাজ। দেশজুড়ে সমালোচনার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেইলটও।

রেড রোডে স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

 রেড রোডে স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতার রেড রোডের অনুষ্ঠানে কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীভাণ্ডার ইত্যাদির ট্যাবলো প্রদর্শিত হলো। এদিন স্তোত্র পাঠ করলেন মমতা ব্যানার্জি।


জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের

 জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে খুন শিক্ষকের- 

 রাজস্থানের সুরানা গ্রামে পিপাসায় কাতর এক দলিত ছাত্র স্কুলের জল পানের পাত্র স্পর্শ করলে   স্কুল শিক্ষক চালি সিং তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্বাধীনতার পঁচাত্তরের এই মাহেন্দ্রক্ষণে এ ঘটনায় হতবাক সুশীল সমাজ। দেশজুড়ে সমালোচনার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেইলটও।

নিম্নচাপে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা-

 নিম্নচাপে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা-

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় কলকাতাসহ আশেপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।


স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী

 আগামী পঁচিশ বছরের মধ্যে ভারতকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের তকমায় উত্তরিত দেখতে চান দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ।

সম্পাদকীয় ১৫ই আগষ্ট ২০২২

 সম্পাদকীয়

স্বাধীনতার পঁচাত্তর বছরে দাসত্বের লক্ষণগুলো আমাদের আরেকবার পর্যবেক্ষণ করা দরকার।  ভারতের স্বাধীনতার স্বপ্ন, প্রতিশ্রুতি ও সংকল্পের উত্তরাধিকার বয়ে চলা প্রজন্মকে অতি দ্রুত সাকারাত্মক হয়ে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত অসংখ্য দেশপ্রেমিদের স্বপ্নকে দেশের আপামর মানুষের কাছে বাস্তব সত্য করে তুলতে হবে নাহলে শুধুমাত্র কাগুজে ক্ষমতা হস্তান্তর দেশের মানুষের জন্য কোন মঙ্গল বয়ে আনবে না।



২৮শে নভেম্বর ২০২২ তৃতীয় বর্ষ ১৮তম সংখ্যা